ETV Bharat / bharat

Narendra Modi : সেবাই পরম ধর্ম, সংগঠন বাড়াতে কর্মীদের বার্তা মোদির

author img

By

Published : Nov 7, 2021, 7:35 PM IST

সেবাই সংগঠন ৷ বিজেপির এই কর্মসূচিতে দলের কর্মীদের প্রতি নরেন্দ্র মোদির বার্তা, সেবার মাধ্যমেই যোগাযোগ রাখতে হবে আমজনতার সঙ্গে ৷ বাড়াতে হবে সংগঠন ৷

Narendra Modi praises BJP workers for serving the society, mentions 'Sewa hi Sangathan'
Narendra Modi : সেবার পথেই বিজেপি কর্মীদের সংগঠন গড়ার বার্তা মোদির

নয়াদিল্লি, 7 নভেম্বর : বিজেপির ‘সেবাই সংগঠন’ কর্মসূচি নিয়ে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ রবিবার এই প্রসঙ্গে তিনি জানান, গোটা বিশ্ব শুধুমাত্র তাঁর (নরেন্দ্র মোদির) জন্যই ভারতের প্রশংসা করছে না ৷ এই প্রশংসার প্রকৃত কারণ বিজেপি কর্মীদের প্রতি দেশবাসীর আস্থা ৷ তাই দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, ‘‘মানুষের সঙ্গে থাকুন ৷ তাঁদের সংস্পর্শে থাকুন এবং যাঁদের সঙ্গে আপনাদের পরিচয় রয়েছে, তাঁদের সঙ্গে আত্মীয়তা বজায় রাখুন ৷’’

আরও পড়ুন : Bhai Phonta Special : মোদির ছবিতে ফোঁটা, তিন কেজির লাড্ডু উৎসর্গ বোনের

বিভিন্ন ধরনের সামাজিক কাজ করার জন্য এদিন দলীয় কর্মীদের ভূয়সী প্রশংসা করেন মোদি ৷ তাঁর মতে, কর্মীদের সামাজিক কর্মকাণ্ডের জন্যই বিভিন্ন রাজ্যে জয়ের মুখ দেখেছে বিজেপি ৷ তিনি বলেন, ‘‘যখনই ভোটমুখী কোনও রাজ্যে মুখ্যমন্ত্রী বা রাজ্য সভাপতির কথা আমি শুনি, বুঝতে পারি তাঁদের আত্মবিশ্বাসের কারণ তাঁদের কাজ ৷ পাঁচ বছর ধরে তাঁরা রাজ্য ও রাজ্যবাসীর জন্য লাগাতার যে কাজ করে গিয়েছেন, সেই কাজই তাঁদের আত্মবিশ্বাসী করে তুলেছে ৷ এটাই হল সেবার সৌন্দর্য ৷’’

আরও পড়ুন : BJP Meeting: বাংলায় নতুন গল্প লিখবে বিজেপি, জাতীয় কর্মসমিতির বৈঠকে আশ্বাস নাড্ডার

একই সঙ্গে মোদি মনে করেন, যাঁরা একেবারে জন্মলগ্ন থেকে দলের সঙ্গে থেকেছেন, তাঁদের সকলকেই প্রাপ্য সম্মান দেওয়া উচিত ৷ তিনি বলেন, ‘‘উপাসনার সর্বশ্রেষ্ঠ রূপ হল সেবা ৷ বিজেপির কার্যকর্তারা সেবার নতুন রূপ প্রতিষ্ঠা করেছেন ৷ দেশের কঠিন সময়ে ‘সেবাই সংগঠন’ কর্মসূচি দেশের সেবা করেছে ৷’’ প্রধানমন্ত্রী মনে করেন, যদি কেউ দল ছেড়ে চলেও গিয়ে থাকেন, তাহলেও তাঁর অবদান অস্বীকার করার কোনও জায়গা নেই ৷ কারণ, সেই মানুষগুলো একটা সময় দলের জন্য প্রাণপণ লড়াই করেছিলেন বলেই বিজেপি সেই লড়াইয়ের সুবিধা লাভ করেছে ৷ তাই দলের উন্নতিতে সেই প্রাক্তন বিজেপি নেতা, কর্মীদের নাম উল্লেখ করা উচিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.