ETV Bharat / bharat

BJP Meeting: বাংলায় নতুন গল্প লিখবে বিজেপি, জাতীয় কর্মসমিতির বৈঠকে আশ্বাস নাড্ডার

author img

By

Published : Nov 7, 2021, 3:48 PM IST

দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকে (BJP National Executive Committee Meeting) বিজেপির নজর বাংলার দিকে ৷ জেপি নাড্ডা (JP Nadda) বললেন, পশ্চিমবঙ্গে নতুন গল্প লিখবে তাঁর দল ৷

BJP will write new story in West Bengal: JP Nadda assures leaders, voters in BJP National Executive Committee meeting
বাংলায় নতুন গল্প লিখবে বিজেপি, জাতীয় কর্মসমিতির বৈঠকে আশ্বাস নাড্ডার

নয়াদিল্লি, 7 নভেম্বর: জাতীয় কর্মসমিতির বৈঠকে (BJP National Executive Committee Meeting) বিজেপির নজর বাংলার দিকে ৷ আগামী দিনে পশ্চিমবঙ্গে নতুন গল্প লিখবে বিজেপি ৷ দলের নেতা ও ভোটারদের এই আশ্বাসের বাণীই শোনালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বঙ্গবাসীর আস্থা রয়েছে ৷ গুরুত্বপূর্ণ এই বৈঠকে ঠিক হবে পাঁচ রাজ্যে নির্বাচনের রণকৌশলও ৷

মহামারির আগমনের পর প্রথমবার বসল বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সেই গুরুত্বপূর্ণ বৈঠকের পাখির চোখ নিঃসন্দেহে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ৷ তবে সামনের বছরের নির্বাচন ও আগামী লোকসভা নির্বাচনের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে যে গেরুয়া শিবির হাল্কা ভাবে নিচ্ছে না তা স্পষ্ট ৷ তৃণমূলের হোমগ্রাউন্ড বাংলা নিয়ে তাঁরা যে যথেষ্ট চিন্তিত, রাজধানীর বৈঠকে তা বুঝিয়ে দিলেন শাহ-নাড্ডারা ৷

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতাদের আশ্বস্ত করে বলেছেন, "পশ্চিমবঙ্গের মানুষের প্রধানমন্ত্রীর উপর আস্থা রয়েছে ৷ সেই রাজ্যে বিধানসভা নির্বাচনের পর বহু বিজেপি কর্মীকে খুন করা হয়েছে ৷ আমি পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করে জানাই যে, আমরা আপনাদের পাশে আছি ৷ আমরা সেখানে একটা নয়া গল্প লিখব ৷"

আরও পড়ুন: Narendra Modi : বিশ্বব্যাপী জনপ্রিয়তায় শীর্ষে মোদি, বলছে সমীক্ষা রিপোর্ট

বিধানসভা নির্বাচনের পর থেকে পশ্চিমবঙ্গে ক্রমে অগোছালো হয়ে পড়েছে বিজেপি ৷ একের পর এক নেতাদের তৃণমূলে যোগদানে অনেকটাই শক্তি হারিয়েছে শুভেন্দু অধিকারীর দল ৷ বিজেপির জাতীয় কর্মসমিতিতে নব্য মনোনীত সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি তৃণমূলে ফিরে গিয়েছেন ৷ এরই মধ্যে শুধু বাংলা নয়, ত্রিপুরা, গোয়া, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে নরেন্দ্র মোদির দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল ৷ এই অবস্থায় বাংলায় সংগঠনকে আরও মজবুত করার দিকেই মনোযোগী নাড্ডা-শাহরা ৷

  • BJP National Executive Committee meeting | Political resolution was placed by Yogi Adityanath & seconded by Tamil Nadu BJP chief Annamalai K. Six leaders G Kishan Reddy, Biren Singh, Anurag Thakur, Pramod Sawant, Ashwini Vaishnaw & Pushkar Dhami spoke on the political resolution pic.twitter.com/LibPDZAvCh

    — ANI (@ANI) November 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

25 ডিসেম্বরের মধ্যে রাজ্যে বুথস্তরের কমিটি গঠনের কাজ শেষ করা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন নাড্ডা ৷ তাঁর কথায়, "বুথস্তরে প্রত্যেক বুথের মানুষের মন কি বাত শুনতে হবে ৷" পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে প্রতিটি নির্বাচনেই বিজেপির ভোটের শেয়ার বেড়েছে বলে দাবি করেন নাড্ডা ৷ স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রে কেন্দ্রের প্রকল্পগুলিকে এর জন্য কৃতিত্ব দেন তিনি ৷

আরও পড়ুন : Rahul Gandhi: মোদিকে বিঁধে এলপিজি-র দাম নিয়ে নিয়ে কবিতা রাহুলের

এদিনের বৈঠকে মোদি ও নাড্ডা ছাড়াও রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ 124 জন জাতীয় কর্মসমিতির সদস্য ৷ বহু মন্ত্রী ও সদস্য ভার্চুয়ালিও বৈঠকে যোগ দেন ৷ বৈঠকে মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মহামারির সময়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন ৷ বলেন, "মহামারির সঙ্গেই এসেছে অর্থনৈতিক বিপর্যয় এবং ক্ষুধা ৷ তবে সঠিক সময়ে কঠিন সিদ্ধান্তগুলি নিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷" দেশে 100 কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য এদিন প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান বিজেপি নেতারা ৷

আরও পড়ুন : BJP: বছর ঘুরতেই নির্বাচন 5 রাজ্যে, কৌশল রচনায় দিল্লিতে বৈঠকে বিজেপি নেতারা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.