ETV Bharat / bharat

Cheetah Oban in a Village: সাতসকালে গ্রামে হাজির চিতা, ফিরে যেতে বললেন বাসিন্দারা !

author img

By

Published : Apr 2, 2023, 6:03 PM IST

Namibian Cheetah Oban came out from Kuno National Park and reached a Village 20 KM Away
লোকালয়ে ওবান

রবিবার সকালে কুনো জাতীয় উদ্য়ান থেকে বেরিয়ে এল নামিবিয়ার চিতা ওবান ৷ সটান পৌঁছল একটি গ্রামে ! তারপর কী হল ?

শেওপুর (মধ্যপ্রদেশ), 2 এপ্রিল: রবিবাসরীয় প্রাতঃভ্রমণে বেরিয়ে বাকিদের পিলে চমকে দিল ওবান ! ভাবছেন তো ? ওবান আবার কে ? ওবান হল একটি চিতা ৷ সুদূর নামিবিয়া থেকে যাকে আনা হয়েছিল এই ভারতভূমে ! গতমাসে মধ্যপ্রদেশের শেওপুর জেলার অন্তর্গত কুনো জাতীয় উদ্য়ানে চারটি চিতাকে ছাড়া হয় ৷ সেই চার চারপেয়ের একটিই হল এই ওবান ৷ রবিবার সকালে সে 'হাঁটতে বেরোয়' ! হাঁটতে হাঁটতেই ছাড়িয়ে যায় জাতীয় উদ্য়ানের সীমা ! সটান পৌঁছে যায় বিজয়পুরের ঝার বরোদা গ্রামে ৷ যেখান থেকে জাতীয় উদ্যানের দূরত্ব অন্তত 20 কিলোমিটার ৷ তাকে দেখে তখন আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় গ্রামবাসীর ৷ তাঁরা অবশ্য বিদেশ থেকে থাকতে আসা ওবানের সঙ্গে কোনও দুর্ব্যবহার করেননি ৷ বরং, অত্যন্ত বিনয়ের সঙ্গে ওবানকে ফিরে যেতে বলেছেন !

এদিনের এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ সূত্রের দাবি, কুনো জাতীয় উদ্যানের বাইরে যে বিস্তীর্ণ চাষের জমি রয়েছে, ভিডিয়োটি সেখানকার ৷ তাতে দেখা যাচ্ছে, জমির এক পাশে দাঁড়িয়ে ইতি-উতি তাকাচ্ছে কৌতূহলী একটি চিতা ৷ আর তাকে উদ্দেশ করে স্থানীয় বাসিন্দারা বলছেন, "যাও ওবান, যাও !... দয়া করে এখান থেকে চলে যাও !"

তবে, ওবান মনে হয় এদেশের মানুষের ভাষা এখনও সেভাবে রপ্ত করে উঠতে পারেনি ! ফলে সে নিজে থেকে জাতীয় উদ্যানে ফিরে যাওয়ার কোনও গরজ দেখায়নি ৷ তার ভাবগতিক সুবিধের নয় বুঝে এরপর গ্রামবাসীই বন দফতরকে খবর পাঠান ৷ সেই খবর পেয়ে ওবানকে তার 'ঘরে' ফেরাতে ঘটনাস্থলে রওনা দেন বনাধিকারিক ও বনকর্মীরা ৷

আরও পড়ুন: নামিবিয়া থেকে ভারতে স্থানান্তরিত একটি চিতার চারটি শাবকের জন্ম

স্থানীয় ডিএফও এই প্রসঙ্গে জানিয়েছেন, "যে চারটি চিতাকে নামিবিয়া থেকে আনা হয়েছিল, ওবান সেগুলিরই একটি ৷ এদিন সে প্রায় 20 কিলোমিটার দূরের ঝার বরোদা গ্রামে ঢুকে পড়ে ৷ আমরা সঙ্গে সঙ্গে একটি নজরদারি দলকে সেখানে পাঠাই ৷ ওবানকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.