ETV Bharat / bharat

Religious Harmony: বেলগাঁওয়ে গণেশোৎসবের শোভাযাত্রার জন্য মুসলিম সংগঠন পিছোল ঈদ মিলাদ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 3:51 PM IST

Ganesh Idol Immersion Procession
গণেশোৎসবের শোভাযাত্রা

Ganesh Idol Immersion Procession: বেলগাঁওয়ে গণেশোৎসবের শোভাযাত্রার জন্য সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজেদের ঈদ মিলাদ উদযাপন পিছিয়ে দিল ৷ একে অপরের অনুষ্ঠানে যোগ দেবে বলে জানিয়েছে দুই সম্প্রদায়ের মানুষেরা ৷

বেলগাভী(কর্ণাটক), 18 সেপ্টেম্বর: সীমানা ও ভাষা নিয়ে বহু বিতর্কের মধ্যেও উৎসবে সম্প্রীতি নজির বেলগাঁওয়ে । তারই নয়া উদাহরণ হিসেবে এবার সব ধর্ম ও ভাষার মানুষ একসঙ্গে গণেশ উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছে । গণেশ মূর্তি বিসর্জনের মিছিলের জন্য ঈদ মিলাদ উৎসব পিছিয়ে দিয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ।

বেলগাঁওয়ের গণেশ উৎসব: 119 বছরের পুরনো গণেশ উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে বেলগাঁও ৷ লোকেরা আনন্দ এবং ভক্তির সঙ্গে বিঘ্ননাশ গণেশকে স্বাগত জানাতে তৈরি । গত কয়েক বছর ধরে গণেশ চতুর্থীতে কোভিড -19 বিধিনিষেধ ছিল । এখন আর করোনা ভাইরাসের জন্য বিধিনিষেধ নেই । তাই এবারে এখানে উৎসবের আমেজ । ফেস্টিভ্যাল বোর্ডগুলি 19 সেপ্টেম্বর সর্বজনীন গণেশ মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে । 10 দিন ধরে মহাসমারহে চলবে গণেশ পুজো ৷ দশম দিনে গণেশ মূর্তিগুলির জাঁকজমকপূর্ণভাবে বিসর্জন শোভাযাত্রা হবে । বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ এই যাত্রা দেখতে আসবেন ।

ঈদ মিলাদ উৎসব: এবার ঈদ মিলাদ উৎসব পড়েছে 28 সেপ্টেম্বর ৷ একই দিনে গণেশ নিমজ্জন শোভাযাত্রা । ওই দিন সারা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় । এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় । তাই মুসলিম আঞ্জুমান-ই-ইসলাম সংগঠন একটি বৈঠক করে 1 অক্টোবর তাদের উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে ।

আঞ্জুমান-ই-ইসলামের সভাপতি এবং বেলগাঁও উত্তর বিধানসভার বিধায়ক রাজু শেঠ বলেছেন, "সমাজে একটি ভালো বার্তা দেওয়ার উদ্দেশে ঈদ মিলাদ উৎসব পিছিয়ে দেওয়া হয়েছে । আমরা গণেশোৎসব মিছিলেও যাব । আমরা হিন্দু সম্প্রদায়ের সদস্যদেরও আমাদের উৎসবে আমন্ত্রণ জানাব । এটি একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করবে ৷" গণেশ বোর্ডের নেতা বিকাশ কালাঘাটি বলেছেন, "মুসলিম ভাইয়েরা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে । এটি সমগ্র রাজ্যের জন্য একটি মডেল । একসঙ্গে আমরা গণেশোৎসব এবং ঈদ মিলাদ উৎসবকে সফল করে তুলব ।"

পুলিশ কমিশনারের তথ্য: গণেশ উৎসবের সময় শান্তি বজায় রাখতে দুই স্তরের পুলিশ নিরাপত্তা দেওয়া হয়েছে । 18 থেকে 27 সেপ্টেম্বরের মধ্যে প্রথম পর্যায়ে, 2 ডিসিপি, 4 এসিপি, 28 ইন্সপেক্টর, 50 পিএসআই, 150 এএসআই, 1,500 পুলিশ, 600 হোম গার্ড, 10 কেএসআরপি কন্টিনজেন্ট এবং কোয়েম্বাটোর থেকে একটি র অ্যাকশন ফোর্সের দল আসবে । 27 সেপ্টেম্বর থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে ৷ 6 এসপি, 20 ডিওয়াইএসপি, 50 জন পিআই, 80 টিরও বেশি পিএসআই, 10টি কেএসআরপি স্কোয়াড থাকবে ৷ 27 সেপ্টেম্বর থেকে বিসর্জন শেষ হওয়া পর্যন্ত বাইরের জেলা থেকে 1000টিরও বেশি পুলিশ অফিসার ও কর্মী আসবেন । আমরা শোভাযাত্রার রুট, গণেশোৎসব মণ্ডপ, সংবেদনশীল এলাকায় 450 সিসি ক্যামেরা লাগাচ্ছি । সিটি পুলিশ কমিশনার এসএন সিদ্দারমাপ্পা ইটিভি ভারতকে জানিয়েছেন যে মিছিলের ষষ্ঠতম দিনে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে ।

আরও পড়ুন: গণেশের থালায় থাকুক বাপ্পার প্রিয় লাড্ডু ! বাড়িতেই সহজে বানিয়ে নিন

কর্পোরেশন কমিশনারের প্রতিক্রিয়া: কর্পোরেশনের কর্মীরা এবং সংস্থাগুলির স্বেচ্ছাসেবকরা কোটেকেরে, কপিলেশ্বর, জাক্কেরি লেক-সহ 8টি জায়গায় পরিষ্কার এবং পেইন্টিংয়ের কাজ হাতে নিয়েছে ৷ যেখানে শহরের গণেশ মূর্তিগুলি বিসর্জন করা হয় । পর্যাপ্ত বিদ্যুৎ ও ক্রেন ব্যবস্থা রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে । মিছিলের পথের রাস্তার খানাখন্দ বন্ধ করা হয়েছে । মোবাইল ভেহিকেল, মোবাইল টয়লেট ব্যবস্থা-সহ প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ৷ এমনটাই বলেছেন কর্পোরেশন কমিশনার অশোক দুদগুন্তি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.