ETV Bharat / bharat

শ্রীলঙ্কার হিন্দু মহিলার সৎকার করলেন ভারতের দুই মুসলিম যুবক

author img

By

Published : Apr 29, 2021, 8:35 PM IST

Rj_jpr_03_shree lanka mahila_dry_rj10002
শ্রীলঙ্কার হিন্দু মহিলার সৎকার করলেন ভারতের দুই মুসলিম যুবক

সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী হল জয়পুরের আদর্শ নগর শ্মশান ৷ শ্রীলঙ্কার অধিবাসী এক হিন্দু মহিলার সৎকার করলেন ভারতের দুই মুসলিম যুবক ৷ যাবতীয় হিন্দু রীতিনীতি মেনেই এই কাজ করেন তাঁরা ৷

জয়পুর, 29 এপ্রিল : শ্রীলঙ্কার অধিবাসী এক হিন্দু মহিলার সৎকার করলেন ভারতের দুই মুসলিম যুবক ৷ সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী থাকল জয়পুরের আদর্শ নগর শ্মশান ৷ সূত্রের খবর, ওই মহিলার মৃত্য়ুর পরই তাঁর শেষকৃত্য সম্পন্ন করতে এগিয়ে আসেন জামা মসজিদ কমিটির দুই সদস্য রিয়াজ় এবং ফয়জল ৷ যাবতীয় হিন্দু রীতিনীতি মেনেই এই কাজ করেন তাঁরা ৷

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, 41 বছরের ওই মহিলার নাম পালিকা পি ফারন্যান্ডো ৷ তিনি একজন আয়ুর্বেদ চিকিৎসক ৷ দীর্ঘদিন ধরেই স্বামী ও সন্তানের সঙ্গে জয়পুরে থাকছিলেন তিনি ৷ তাঁর মৃত্যুর সময়েও সন্তানসম্ভবা ছিলেন পালিকা ৷

আরও পড়ুন : অক্সিজেন সঙ্কটে ভারতের পাশে রোমানিয়া, আজই আসছে অক্সিজেন কনসেনট্রেটর

প্রসঙ্গত, বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সুখ্যাতি রয়েছে জয়পুরের ৷ এখানকার ‘গঙ্গা-যমুনা’ ঐতিহ্যও সর্বজন বিদিত ৷ উল্লেখ্য, ইদানীং ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট ক্রমশ জাতপাতকে প্রকট করে তুলছে ৷ মানুষের থেকে বেশি দামি হয়ে যাচ্ছে ধর্মীয় ভেদাভেদ ৷ কিন্তু করোনা আবহে আবারও জাতপাতের হিসেব-নিকেশকে পিছনে ফেল দিচ্ছে মনুষ্যত্ব ও সৌভ্রাতৃত্ববোধ ৷ জয়পুরের ঘটনাও তার ব্য়তিক্রম নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.