ETV Bharat / bharat

Lakhimpur Kheri Case : লখিমপুরে সাংবাদিক হেনস্থায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র, তলব দিল্লিতে

author img

By

Published : Dec 15, 2021, 8:43 PM IST

mos-home-ajay-mishra-allegedly-heckle-a-journalist-in-lakhimpur-kheri
Lakhim Kheri Update : লখিমপুরে সাংবাদিক হেনস্তায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র, তলব দিল্লিতে

গত অক্টোবরের গোড়ায় লখিমপুর খেরিতে গাড়িতে পিষে চার কৃষককে হত্যায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অজয়কুমার মিশ্রর ছেলে ৷ তিনি পরিকল্পিত ভাবে খুন করেছেন বলে রিপোর্ট দিয়েছে বিশেষ তদন্তকারী দল ৷ সেই নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠল অজয় মিশ্রর বিরুদ্ধে (MoS Home Ajay Mishra allegedly heckle a journalist in Lakhimpur Kheri) ৷

লখিমপুর খেরি (উত্তর প্রদেশ), 15 ডিসেম্বর : কৃষকহত্যায় অভিযুক্ত ছেলেকে নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অজয়কুমার মিশ্র ‘টেনি’ ৷ তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট সাংবাদিককে হেনস্থারও অভিযোগ উঠেছে (MoS Home Ajay Mishra allegedly heckle a journalist in Lakhimpur Kheri) ৷

বুধবার উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে হাজির হয়েছিলেন মোদির মন্ত্রী পরিষদের এই সদস্য ৷ তিনি সেখানে একটি হাসপাতালে যান ৷ ওই হাসপাতালের একটি ওয়ার্ড উদ্বোধন করেন ৷ সেখানেই তাঁকে লখিমপুর খেরি নিয়ে প্রশ্ন করা হয় ৷ আর তখনই তিনি হেনস্থা করেন প্রশ্নকর্তা সাংবাদিককে ৷

এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (viral video of minister teni) ৷ ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে মন্ত্রী সাংবাদিককে ক্যামেরা বন্ধ করতে বলছেন ৷ এমনকী, ওই সাংবাদিকের মোবাইল ফোন নিয়ে নেন বলেও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন গত অক্টোবরের গোড়ায় লখিমপুর খেরিতে (lakhimpur kheri violence case) গাড়িতে পিষে চারজন কৃষককে হত্যা করার অভিযোগ ওঠে ৷ ওই ঘটনায় আরও চারজন মারা গিয়েছেন ৷ ঘটনায় অভিযুক্ত আশিসকুমার মিশ্র ৷ তিনি অজয়ের ছেলে ৷

অজয় এখন জেলে ৷ তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয় ৷ কিন্তু সোমবার ওই ঘটনার বিশেষ তদন্তকারী দলের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল না ৷ বরং পরিকল্পনা করেই গাড়িতে পিষে মারা হয় কৃষকদের ৷

লখিমপুরে সাংবাদিক হেনস্থায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র, তলব দিল্লিতে

আরও পড়ুন : Rahul Gandhi on Lakhimpur kheri : লখিমপুর খেরি নিয়ে আলোচনা চায় না সরকার, মুলতুবি প্রস্তাব খারিজে সরকারকে তোপ রাহুলের

এদিন এই নিয়ে প্রশ্ন করা হয় অজয় মিশ্রকে ৷ তখনই তিনি ওই সাংবাদিককে হেনস্থা করেন বলে অভিযোগ ৷ একটি সূত্র থেকে জানা গিয়েছে, তাঁকে তড়িঘড়ি দিল্লি ডেকে পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.