ETV Bharat / bharat

Chardham Yatra 2023: 24 ঘণ্টার মধ্যে 50 হাজার রেজিস্ট্রেশন, চারধাম যাত্রায় রেকর্ড ভিড়ের সম্ভাবনা

author img

By

Published : Feb 24, 2023, 11:58 AM IST

Etv Bharat
চারধাম যাত্রা 2023

রেজিস্ট্রেশন শুরু হতেই চারধাম যাত্রায় 50 হাজারেরও বেশি পুণ্যার্থী ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছেন (Online Registration for Chardham Yatra)৷ জেনে নিন চারধাম যাত্রার খুঁটিনাটি ৷

দেরাদুন (উত্তরাখণ্ড), 24 ফেব্রুয়ারি: রেজিস্ট্রেশন বলছে এবারেও উত্তরাখণ্ডের চারধাম যাত্রায় রেকর্ড সংখ্যক ভিড় হবে ৷ কারণ প্রথম দিনেই 24 ঘণ্টার মধ্যে 50 হাজারেরও বেশি ভক্ত চারধাম যাত্রার রেজিস্ট্রেশন করিয়ে ফেলেছেন ৷ 21 ফেব্রুয়ারি উত্তরাখণ্ড সরকার চারধাম যাত্রার জন্য নাম রেজিস্ট্রেশন শুরু করে (Chardham Yatra Registration Start)৷ গাড়ওয়াল মণ্ডল বিকাশ নিগমের (GMVN) গেস্ট হাউসের জন্য ইতিমধ্যেই লক্ষাধিক টাকার বুকিং হয়ে গিয়েছে ৷

গত বছরের মতো এবারও উত্তরাখণ্ড চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে ৷ এখনও পর্যন্ত কেদারনাথ ও বদ্রীনাথের জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৷ প্রথম দিনে 28 হাজার 807 জন ভক্ত কেদারনাথের জন্য আর 23 হাজার 814 জন ভক্ত বদ্রীনাথের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করিয়েছেন ৷ 24 ঘণ্টার মধ্যে মোট 52 হাজার 621 জন ভক্ত উভয় ধামের যাত্রার জন্য নিজেদের নাম রেজিস্ট্রেশন করিয়েছেন (Chardham Yatra Registered)৷

এই বিষয়ে রাজ্যের পর্যটনমন্ত্রী সাতপাল মহারাজ জানান, গাড়ওয়াল মণ্ডল বিকাশ নিগম গত চারদিনে আড়াই কোটিরও বেশি বুকিং পেয়েছে ৷ মরশুমের এই প্রথম যাত্রায় যাত্রীদের আরও সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ পাশাপাশি জোশীমঠের প্রতিটি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে ৷ যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে কর্মকর্তাদের ৷ এছাড়াও পর্যটন মন্ত্রী সাতপাল মহারাজ চারধাম যাত্রায় আগত ভক্তদের উত্তরাখণ্ডে প্রতিষ্ঠিত শৈব ও বৈষ্ণব সার্কিটের দিকে ঝোঁক দেখানোর জন্য আবেদন করেছেন ৷ চারধাম ছাড়াও যে অন্যান্য পৌরাণিক মন্দির প্রচারের দিকেও সরকার নজর দিচ্ছে বলে জানিয়েছেন ৷ উদাহরণস্বরূপ তিনি বলেছেন, রুদ্রপ্রয়াগের কার্তিক স্বামী মন্দির সম্পর্কে ভক্তদের জানানো হচ্ছে ৷

Uttarakhand
চারধাম যাত্রার জন্য বরফ কেটে রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই

আরও পড়ুন : 22 এপ্রিল থেকে শুরু চারধাম যাত্রা, 25 এপ্রিল খুলবে কেদারনাথ মন্দিরের দরজা

জানা গিয়েছে, এবার কেদারনাথে আসা তীর্থযাত্রীদের বাবা কেদারের দর্শন পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না ৷ যাত্রীদের সুবিধার্থে প্রথম দিন থেকেই টোকেন ব্যবস্থা চালু করা হচ্ছে ৷ এই ব্যবস্থার মাধ্যমে কম সময়ে বেশি সংখ্যক তীর্থযাত্রীকে বাবা কেদারকে দর্শন করানো সম্ভব হবে ৷ তবে রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক করা হয়েছে ৷ গতবছর হাজার হাজার যাত্রী যারা বিনা রেজিস্ট্রেশনে এসেছিলেন তাঁদের মাঝপথে ফিরে যেতে হয়েছিল ৷ তাই যাত্রীদের যাতে অসুবিধা না হয় তাই যাত্রাশুরুর দু'মাস আগে থেকেই রেজিস্ট্রেশনের সুবিধা দেওয়া হয়েছে ৷ যাত্রী ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড মোবাইল অ্যাপ ছাড়াও https//registrationaldtouristcare.uk.gov.in এই ওয়েবসাইটে গিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন ৷

এবার যাত্রীদেরও তাদের মোবাইল নম্বরে রেজিস্ট্রেশন করার সুবিধা দেওয়া হয়েছে ৷ যাত্রীরা 8394833833 এই মোবাইল নম্বরে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারেন ৷ এবার যাত্রার প্রথম দিন থেকে কেদারনাথ ধামে টোকেন ব্যবস্থা চালু করা হবে বলে জানা গিয়েছে ৷ এবার 22 এপ্রিল অক্ষয়তৃতীয়া থেকে চারধাম যাত্রা শুরু হচ্ছে ৷ এই দিনই গঙ্গোত্রী ও যমুনোত্রীর দরজা খুলবে ৷ কেদারনাথের দরজা 25 এপ্রিল ও বদ্রীনাথের দরজা খুলবে 27 এপ্রিল ৷

আরও পড়ুন : প্রবল বরফবৃষ্টিতে জ্বলজ্বল করছে তুষারশুভ্র কেদারনাথ ধাম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.