ETV Bharat / bharat

Chardham Yatra 2023: 22 এপ্রিল থেকে শুরু চারধাম যাত্রা, 25 এপ্রিল খুলবে কেদারনাথ মন্দিরের দরজা

author img

By

Published : Feb 18, 2023, 5:58 PM IST

ETV Bharat
কেদারনাথ মন্দির

চারধাম যাত্রার দিনক্ষণ ঘোষণা হয়েছে শনিবার ৷ 22 এপ্রিল থেকে শুরু হবে এই যাত্রা () ৷ বদ্রীনাথ ধামের দরজা 27 এপ্রিল ও কেদারনাথ মন্দিরের দরজা 25 এপ্রিল খুলবে (Chardham Yatra)৷

দেরাদুন, 18 ফেব্রুয়ারি: চলতি বছরে চারধাম যাত্রা শুরু হচ্ছে 22 এপ্রিল থেকে (Chardham Yatra) ৷ বদ্রী-কেদার মন্দির ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে ৷ আগামী 22 এপ্রিল থেকে ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হবে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজা (Chardham Yatra will commence from April 22) ৷ বদ্রীনাথ ধামের দরজা খুলবে 27 এপ্রিল ৷

বদ্রী-কেদার মন্দির ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে জানান হয়েছে, একটি ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে ভগবানকে কেদারনাথ ধামে ফিরেয়ে আনা হবে উখিমঠ থেকে ৷ একটি পালকিতে করে নিয়ে আসা হবে বাবা কেদারনাথকে ৷ সেই শোভাযাত্রায় যোগ দেবেন বহু সাধু-সন্ন্যাসী ও ভক্তরা ৷ প্রথা মাফিক পঞ্চাঙ্গ (একটি বিশেষ ধর্মীয় ক্যালেন্ডার) ঘেঁটে বাবা কেদারনাথের ওই মন্দিরে ফেরার দিন নির্ধারণ করা হয়েছে ৷

21 এপ্রিল উখিমঠের ওমকারেশ্বর মন্দির থেকে শুরু হবে ওই যাত্রা ৷ গুপ্তকাশীতে ওইদিন রাতে থামবে যাত্রা ৷ তারপর 22 এপ্রিল ফাটায় পৌঁছবে এই শোভাযাত্রা ৷ এরপর বাবা কেদারনাথকে নিয়ে 23 এপ্রিল গৌরিকুণ্ডে পৌঁছবে ওই শোভাযাত্রা ৷ 24 এপ্রিল ভোরে তা গৌরিকুণ্ড থেকে রওনা দেবে কেদারনাথ ধামের উদ্দেশ্যে ৷ 25 এপ্রিল ভক্তদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের দরজা (Door of Kedarnath shrine will be opened) ৷

আরও পড়ুন: মহাশিবরাত্রিতে দেখে নিন দেশের 5 বিখ্যাত জ্যোতির্লিঙ্গ

কবে কেদারনাথ মন্দিরের দরজা খুলবে তাও একটি অনুষ্ঠানের মাধ্যমে ঠিক করা হয় শিবরাত্রির দিন ৷ বিশ্বাস করা হয়, ভগবান শিব শীতকালে উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে বিশ্রাম নেন ৷ এটিকে শিবের শীতকালীন বিশ্রামস্থল হিসেবেই দেখা হয় ৷ কেদারনাথ হল দেশের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম ৷ কবে কেদারনাথ মন্দির খোলা হবে সেই ঘোষণা ওমকারেশ্বর মন্দির থেকেই রীতি মেনে ঘোষণা করা হয় (Portals of Kedarnath shrine) ৷

আরও পড়ুন: বালি ভাষ্কর্যে মহাশিবরাত্রির শুভেচ্ছা বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক ও সুদাম প্রধানের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.