ETV Bharat / bharat

Manipur MP on Horrific Incident: 'ইন্টারনেট চালু হলে এরকম আরও ঘটনা সামনে আসবে', বিস্ফোরক মণিপুরের সাংসদ

author img

By

Published : Jul 20, 2023, 10:35 PM IST

Updated : Jul 21, 2023, 7:31 AM IST

ইটিভি ভারতে একান্ত কথোপকথনে বিস্ফোরক আউটার মণিপুরের সাংসদ ডঃ ফোজে ৷ শুধুমাত্র দুই মহিলাকে ধর্ষণ করা হয়নি, বরং এমন অনেকগুলি ঘটনা ঘটেছে যা নৃশংস জাতিগত সংঘর্ষের সাক্ষী । ইন্টারনেট চালু হলে এরকম আরও ঘটনা জানা যাবে ৷ শুনলেন ইটিভি ভারতের প্রতিনিধি গৌতম দেবরয় ৷

Etv Bharat
Manipur MP on Horrific Incident

ইটিভি ভারতে বিস্ফোরক মণিপুরের সাংসদ

নয়াদিল্লি, 20 জুলাই: মণিপুরের ঘটনায় শিউড়ে উঠেছে সারা দেশ ৷ মেইটি ও কুকি উপজাতির মধ্যে সংঘর্ষে উত্তাল পশ্চিমের রাজ্য ৷ তারমধ্যেই সামনে এসেছে আউটার মণিপুরে ঘটে যাওয়া ভয়ংকর ঘটনার ভিডিয়ো ৷ নগ্ন করে দুই মহিলাকে রাস্তায় হাঁটানো, ধর্ষণের ঘটনায় উত্তাল দেশ ৷ তারমধ্যেই মুখ খুললেন সেখানকার সাংসদ ডঃ লরোহ ফোজে ৷ নাগা পিপলস ফ্রন্টের টিকিটে জিতে লোকসভায় গিয়েছেন ফোজে ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শুধু মুখই খোলেননি, কার্যত বিস্ফোরণ ঘটিয়েছেন ফোজে ৷ জানিয়ে দিয়েছেন, ইন্টারনেট চালু হলে এরকম আরও অনেক ভিডিয়ো সামনে আসবে ৷

ফোজে বলেন, "বর্বরোচিত ঘটনাটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ দু'জন মহিলাকে দুর্বৃত্তরা যে অত্যাচার করেছে, সেটি 4 মে বিকেল 5টার দিকে ঘটেছিল । এটি কেবল ওই দুই মহিলা নয় । ইন্টারনেট ফের চালু হলে এরকম আরও ঘটনা সামনে আসবে । ওই দুই মহিলাকে শ্লীলতাহানি ও গণধর্ষণ করা হয়েছে ৷ দুর্ভাগ্যজনকভাবে এটি আমার নির্বাচনী এলাকা কাংপোকপিতে ঘটেছে । এটা খুবই দুর্ভাগ্যজনক যে উন্মত্ত জনতা খোলা ঘুরে বেড়াচ্ছে । আমরা আশা করেছিলাম যে প্রশাসন সব জায়গায় থাকবে, রাজ্য়ের স্পর্শকাতর এলাকাগুলির যত্ন নেবে । কিন্তু ওই সময় আমরা কোনও পুলিশ কর্মীকে টহল দিতে দেখিনি ।" প্রায় তিন মাসেও মণিপুরের ছবিটা বদলায়নি ৷ প্রতিদিন আরও বেশি করে ভয়াবহতা সামনে আসছে ৷ ডঃ ফোজে বলেন, "সরকারের উচিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। দুর্ভাগ্যবশত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ক্যাম্পিং করার পরেও অবস্থা বদলায়নি ৷"

মণিপুর হিংসাত্মক হয়ে ওঠার মূলে রয়েছে মেইটি ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষ ৷ এই দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে একশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ৷ মেইটি সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্ত করার বিরোধিতা করে কুকি গোষ্ঠী ৷ মেইটি গোষ্ঠীর মানুষের বসবাস প্রধানত মণিপুরের উপত্যকা এলাকায় ৷ এদিকে কুকি গোষ্ঠী পাহাড়ি এলাকায় থাকে ৷ দুই উপজাতির মধ্যে সংঘর্ষে উত্তাল পশ্চিমের রাজ্য ৷ যদিও তা মানতে নারাজ ফোজে ৷ নাগা পিপলস ফ্রন্টের সাংসদের কথায়, এটা আর সম্প্রদায়ের কথা নয় । এটা নারীর মর্যাদার কথা । নারীদের শ্লীলতাহানি করা হচ্ছে এবং তাঁদের নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানো হচ্ছে । ওই দেহগুলো পবিত্র । তাঁদের নগ্ন করা হচ্ছে, খোলা রাস্তায় ঘোরানো হচ্ছে । এ ধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক, অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত বর্বর ৷ এটা নারীদের জন্য কতটা বেদনাদায়ক । শুধু কুকির জন্য নয় । শুধু মেইটিদের জন্যও নয়, মহিলারা তাদের উপর সংঘটিত যন্ত্রণা অনুভব করছে ৷

আরও পড়ুন: 'সরকার কিছু না করলে আমরাই পদক্ষেপ করব', মণিপুর নিয়ে কড়া অবস্থান দেশের প্রধান বিচারপতির

Last Updated :Jul 21, 2023, 7:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.