ETV Bharat / bharat

Power Bank App : ভারত থেকে চিনে পাচার 360 কোটি, তদন্তে সিবিআই, ইডি, আইবি

author img

By

Published : Jul 6, 2021, 4:19 PM IST

Mobile app fraud racket: Rs 360 crore laundered to China
Power Bank App : ভারত থেকে চিনে পাচার 360 কোটি, তদন্তে সিবিআই, ইডি, আইবি

পাওয়ার ব্য়াঙ্ক অ্য়াপ জালিয়াতির তদন্তে নেমে ই-ওয়ালেট (e-wallet ), পেটিএম (Paytm) এবং রাজ়োরপে-র (Razorpay) প্রতিনিধিদের সমন পাঠালো উত্তরাখণ্ড পুলিশের এসটিএফ (Special Task Force) ৷ সব মিলিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত গোটা দেশে প্রায় 250 মামলা রুজু করা হয়েছে ৷ গ্রেফতার করা হয়েছে 20 জনকে ৷ একসঙ্গে তদন্তে নেমেছে সিবিআই, ইডি ও আইবি ৷

দেরাদুন, 6 জুলাই : বিদেশে টাকা পাচারের ঘটনায় ই-ওয়ালেট (e-wallet ), পেটিএম (Paytm) এবং রাজ়োরপে-র (Razorpay) প্রতিনিধিদের সমন পাঠালো উত্তরাখণ্ড পুলিশের এসটিএফ (Special Task Force) ৷ সূত্রের খবর, চিনা ‘পাওয়ার ব্যাঙ্ক অ্য়াপ’ (Power Bank App) ব্যবহার করে ভারত থেকে চিনে প্রায় 360 কোটি টাকা পাচার করা হয়েছে ৷ সেই ঘটনার তদন্তে নেমেই এই পদক্ষেপ করেছে এসটিএফ ৷

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, মোটা টাকা ফেরতের আশায় অসংখ্য মানুষ এই অ্য়াপের মাধ্যমে বিনিয়োগ করেছিলেন ৷ গোটা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই জালিয়াতির শিকার হয়েছেন ৷ আগামী দিনে যাতে এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে ডিজিট্যাল মাধ্যমে টাকার লেনদেনকে আরও সুরক্ষিত করার চেষ্টা করা হচ্ছে ৷ এর জন্য আগামী দিনে বেশ কিছু সংস্কার করা হবে ৷ বিভিন্ন ডিজিট্য়াল পেমেন্ট ফার্মের আধিকারিকদের সঙ্গে কথা বলেই এই পদক্ষেপ করা হবে ৷ তদন্তে জানা গিয়েছে, একটি মোবাইল অ্য়াপের মাধ্যমে ভারতীয় গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে ৷ সেই অ্য়াপটি পরিচালনা করা হচ্ছিল হংকং থেকে ৷ এবং এর জন্য প্রতারকদের সঠিক কেওয়াইসি-রও (KYC) প্রয়োজন হয়নি ৷ মাত্র একদিনেই কোটি কোটি টাকা পাচার হয়ে গিয়েছে বিদেশে ৷

আরও পড়ুন : ATM Fraudsters : কত দূর হাত ছিল ? খতিয়ে দেখতে হরিয়ানায় লালবাজারের বিশেষ দল

সূত্রের খবর, পাওয়ার ব্যাঙ্ক অ্য়াপ ব্যবহার করে অনলাইনে ভারত থেকে চিনে একটা মোটা অঙ্কের টাকা পাঠানো হয়েছিল ৷ সেই টাকা পাচারের আগে ভারতীয় মুদ্রাকে ক্রিপটোকারেন্সি-তে (cryptocurrency) বদলে ফেলা হয় ৷ দেরাদুন সাইবার ক্রাইম থানার প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল (technical team) এই লেনদেন ধরে ফেলে ৷ তারা জানতে পারে, হংকং এবং চিন থেকে এই প্রতারণাচক্র চালানো হচ্ছে ৷ এছাড়াও, এমন অনেকগুলি অ্য়াপের খোঁজ মিলেছে, যেগুলি ব্যবহার করে অনলাইন লেনদেনের নামে টাকা লুঠ করা হচ্ছে ৷

উত্তরাখণ্ড এসটিএফ সূত্রে জানা গিয়েছে, পাওয়ার ব্য়াঙ্ক অ্য়াপ জালিয়াতির ঘটনায় সংশ্লিষ্ট কয়েকটি সংস্থার ডিরেক্টরদের বিরুদ্ধে একটি নতুন অভিযোগ দায়ের করা হয়েছে ৷ গত 1 জুন বেঙ্গালুরুর সাইবার ক্রাইম থানায় অভিযোগটি দায়ের করেন রাজ়োরপে-র আইনি প্রধান ৷ এখনও পর্যন্ত শুধুমাত্র উত্তরাখণ্ডেই এই সংক্রান্ত অন্তত আটটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তার ভিত্তিতে দু’জনকে গ্রেফতারও করেছে উত্তরাখণ্ড এসটিএফ ৷ এছাড়াও বেঙ্গালুরু এবং দিল্লি থেকে দু’জন করে আরও চারজনকে পাকড়াও করা হয়েছে ৷ গ্রেফতারির পর তাঁদের দেরাদুনে নিয়ে আসা হয় ৷ পাশাপাশি, গোটা ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেঙ্গালুরুর বাসিন্দা নাগাভূষণ এবং তাঁর স্ত্রী সুকন্যা নাগাভূষণকে আদালতের নোটিসও ধরানো হয়েছে ৷

আরও পড়ুন : ব্রিটেনের আদালতে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় হার মালিয়ার

সব মিলিয়ে পাওয়ার ব্য়াঙ্ক অ্য়াপ জালিয়াতিতে এখনও পর্যন্ত গোটা দেশে প্রায় 250 মামলা রুজু করা হয়েছে ৷ গ্রেফতার করা হয়েছে 20 জনকে ৷ যেহেতু এই ঘটনার সঙ্গে বিদেশি সংস্থা এবং বিদেশি নাগরিকরা জড়িয়ে, তাই মামলার তদন্তভার হাতে নিয়েছে একাধিক কেন্দ্রীয় সংস্থা ৷ সিবিআই (Central Bureau of Investigation), আইবি (Intelligence Bureau ) এবং ইডি (Enforcement Directorate) একসঙ্গে এই মামলার তদন্ত করছে ৷ পাশাপাশি, আন্তর্জাতিকস্তরেও বিভিন্ন সংস্থার কাছ থেকে আইনি সহায়তা নেওয়া হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.