ETV Bharat / bharat

Mob Rampage Police Station : পুলিশি হেফাজতে অভিযুক্তের মৃত্যুর প্রতিবাদে পুড়ল থানা, বিক্ষোভকারীদের মারে নিহত এএসআই

author img

By

Published : Mar 22, 2022, 7:04 PM IST

গত 19 মার্চ বিহারের বেতিয়ায় এক অভিযুক্ত পুলিশি হেফাজতে মারা যান ৷ তার প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় থানা জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা (Mob Rampage Bihar Bettiah Police Station due to a death in Police Custody) ৷ তাদের মারে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ৷ আহত বেশ কয়েকজন ৷

mob rampage bihar bettiah police station due to a death in police custody
Mob Rampage Police Station : পুলিশি হেফাজতে অভিযুক্তের মৃত্যুর প্রতিবাদে পুড়ল থানা, বিক্ষোভকারীদের মারে নিহত এএসআই

বেতিয়া (বিহার), 22 মার্চ : উত্তপ্ত বিহারের বেতিয়া ৷ পুলিশি হেফাজতে এক অভিযুক্তের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বিহারের পশ্চিম চম্পারণ জেলার ওই এলাকায় ৷ উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করে (Mob Rampage Bihar Bettiah Police Station due to a death in Police Custody) ৷ পুলিশকে মারধর করে বলে অভিযোগ ৷ মারধরের জেরে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে (Mob Allegedly Killed Bihar Police ASI) ৷ আহত হয়েছেন আরও কয়েকজন ৷

স্থানীয়দের থেকে জানা গিয়েছে, হোলিতে অশোভন গান ব্যবহার করার অভিযোগ দায়ের হয় বেলথর থানায় ৷ পুলিশ সংশ্লিষ্ট অনুষ্ঠানের ডিজে অনিরুদ্ধ যাদবকে আটক করে ৷ তাঁর বিরুদ্ধেই হোলির অনুষ্ঠানে অশোভন গান ব্যবহার করার অভিযোগ উঠেছিল ৷ 19 মার্চ তাঁকে আটক করা হয় ৷ পরে পুলিশি হেফাজতেই তাঁর মৃত্যু হয় ৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশি অত্যাচারেই মৃত্যু হয়েছে অনিরুদ্ধর ৷ পুলিশ সব অভিযোগ অস্বীকার করেছে ৷ পশ্চিম চম্পারণ জেলার পুলিশ সুপার উপেন্দ্রনাথ বর্মা জানান, পুলিশ স্টেশনে মৌমাছির কামড়ে অনিরুদ্ধর মৃত্যু হয় (Police Claims Detained Person Died due Bee Sting) ৷ সিসিটিভি ফুটেজেও বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে ৷ সেখানে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধকে বাঁচানোর চেষ্টা করেছেন থানার পুলিশ কর্মীরা ৷

যদিও উত্তেজিত জনতা পুলিশের অভিযোগ মানতে চায়নি ৷ তারা থানায় আগুন ধরিয়ে দেয় ৷ পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করে ৷ মারধর করা হয় একাধিক পুলিশ কর্মীকে ৷ অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর রামযতন সিংয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ আরও কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক ৷

আরও পড়ুন : Infant Body in Microwave : 2 মাসের শিশুকন্যা মাইক্রোওয়েভে ! হতবাক চিরাগ দিল্লি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.