ETV Bharat / bharat

Puri Jagannath Temple Theft: পুরী জগন্নাথ মন্দিরে প্রণামীর বাক্স থেকে টাকা লুঠ !

author img

By

Published : Jul 28, 2023, 6:39 PM IST

জগন্নাথ মন্দিরের দক্ষিণ দরজায় ভীমের মূর্তির নীচের দানবাক্স ভেঙ্গে লুঠ করা হয়েছে বলে অভিযোগ ৷শুক্রবার সকালে বিষয়টি জানা গিয়েছে। তবে জগন্নাথ মন্দির এলাকা এবং মন্দিরের চারটি দরজায় 24 ঘণ্টা পুলিশ প্রহরায় থাকে ৷ সেই কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে দানবাক্স লুঠ হল, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

Etv Bharat
পুরী জগন্নাথ মন্দির

পুরী, 28 জুলাই: শ্রী জগন্নাথ মন্দিরের দুঃসাহসিক চুরির অভিযোগ উঠল ৷ শ্রী মন্দিরের দক্ষিণ দিকের দরজায় প্রণামী বাক্স লুঠ হয়েছে বলে জানা গিয়েছে। যার জেরে নতুন করে সরগরম হয়ে উঠেছে পুরী এলাকা ৷

জগন্নাথ মন্দিরের দক্ষিণ দরজায় ভীমের মূর্তির নীচের দানবাক্স ভেঙ্গে টাকা লুঠ করে দুষ্কৃতীরা বলে অভিযোগ ৷ শুক্রবার সকালে বিষয়টি জানা গিয়েছে। তবে জগন্নাথ মন্দির এলাকা এবং মন্দিরের চারটি দরজায় 24 ঘণ্টা পুলিশ প্রহরায় থাকে ৷ সেই কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে দানবাক্স লুঠ হল, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, মন্দিরে রাতে জগন্নাথের শেষ পুজোর পর, সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় ৷ একই সঙ্গে, জগন্নাথ টেম্পল পুলিশ (জেটিপি) এবং ওড়িশা পুলিশ উভয়ই মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকে।

এমন নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে মন্দিরের ভিতর থেকে দানবাক্স লুঠ করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সেই সঙ্গে, সেই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে মন্দির কমিটির একাংশ ৷ অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রণামী বাক্স থেকে টাকা লুঠ হয়ে গেলেও পুলিশ তা খুঁজে বের করতে পারেনি কেন? একই সঙ্গে, এই ঘটনায় শ্রী মন্দিরে নিখুঁত নিরাপত্তা ব্যবস্থায় খামতি রয়েছে বলেও প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন মন্দিরের একাংশ সেবায়েত। এর আগে রাতে এক ব্যক্তি শ্রী জগন্নাথ মন্দিরের রান্নাঘরে লুকিয়ে উনুন ভেঙে ফেলে বলে অভিযোগ উঠেছিল। এরপরই ওড়িশা পুলিশ এবং জগন্নাথ মন্দির পুলিশ উভয়ই যৌথভাবে শ্রী মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নেয়।

আরও পড়ুন: সেনারা তাঁর পথ আটকায়, কার্গিল যুদ্ধের চা-ওয়ালা নাসিম আহমেদ

মন্দির কমিটির তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, জগন্নাথের মূল মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর কোনও সাধারণ মানুষ শ্রী মন্দিরের ভিতরে থাকতে পারবেন না। এমনকী মন্দিরের ভিতরের ভিডিয়ো বা ছবি তোলার ক্ষেত্রেও একাধিক নিষেধ আরোপ করা হয়েছিল ৷ তারপরও বহু মানুষ শ্রী মন্দিরের ভিডিয়ো আপলোড করেছেন ৷ এবং সোশাল মিডিয়ায় তা ভাইরালও হয়েছে। এমনকী জগন্নাথ মন্দিরের একটি ড্রোন ভিডিয়োও তোলা হয়েছে। অভিযোগ, এই ঘটনা অবশ্য পুরী পুলিশ সামাল দিতে পারেনি। এর আগে, এনআইএ জগন্নাথ মন্দিরে সন্ত্রাসীদের হুমকির বিষয়েও সতর্ক করেছিল ৷ ওড়িশায় পুলিশের সচেতনতার অভাব নিয়েও সেসময় অসন্তোষ প্রকাশ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত পুলিশের ডিজি এটিকে গুরুত্ব সহকারে নিয়েছেন ৷ একই সঙ্গে, শ্রী মন্দিরের নিরাপত্তা জোরদার করার দাবিও জানিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.