ETV Bharat / bharat

Leopard Attack: পরিবারের সামনে দিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গেল চিতাবাঘ

author img

By

Published : Feb 26, 2023, 10:43 PM IST

Etv Bharat
প্রতীকী ছবি

বাড়ি সামনেই হ্যান্ডপাম্পে জল খাচ্ছিল সাত বছরের নন্দিনী (Leopard Attacked a Girl)৷ হঠাৎ তাকে সবার সামনে দিয়ে তুলে নিয়ে যায় একটি চিতাবাঘ ৷

বাহরাইচ (উত্তর প্রদেশ), 26 ফেব্রুয়ারি: চিতাবাঘের আক্রমণের শিকার বছর সাতেকের নাবালিকা (7 Years Old Girl Died Due to Leopard Attack)৷ অনেক খোঁজাখুঁজির পর গ্রাম থেকে কিছুটা দূরে অবস্থিত একটি আখের ক্ষেত থেকে নাবালিকার দেহ উদ্ধার করা হয় ৷ উত্তর প্রদেশের বাহরাইচের ঘটনা ৷ খবর পেয়ে দুধওয়া ন্যাশনাল পার্কের ফিল্ড ডিরেক্টর এবং বিভাগীয় বনাধিকারিক-সহ বনকর্মীদের একটি দল নিহত নাবালিকার বাড়ি যান ৷

গ্রামবাসীদের কথায়, নাবালিকা কাতারনিয়াঘাট বন্যপ্রাণী বিভাগের দৌলতপুর, মতিপুর রেঞ্জের কাছে লোনিয়ানপুরওয়া গ্রামে বাড়ির বাইরে হ্যান্ডপাম্পে জল খেতে গিয়েছিল ৷ সেখানেই নাবালিকাকে আক্রমণ করে চিতাবাঘ ৷ তাকে খোঁজার সময় ওই গ্রামের কিছুটা দূরে একটি আখ ক্ষেত থেকে নাবালিকার গলে যাওয়া দেহ উদ্ধার করা হয় ৷ নিহত নাবালিকার আত্মীয়রা জানান, লোনিয়ানপুরওয়া গ্রামের বাসিন্দা শঙ্করের সাত বছরের মেয়ে নন্দিনী রবিবার বাড়ির সামনের হ্যান্ডপাম্পে জল খেতে গিয়েছিল ৷ তখনই জঙ্গল থেকে বেরিয়ে এসে নন্দিনীকে আক্রমণ করে ৷ তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে এসে দেখেন চিতাটি তাকে চোয়ালে চেপে ধরে আছে ৷ এরপর পরিবারের সদস্যদের চিৎকার শুনে গ্রামবাসীরাও সেখানে জড়ো হয়ে চিৎকার শুরু করে ৷ কিন্তু তারপরেও ভয়ে কেউ কাছে যেতে পারেননি ৷ তবে চিতাবাঘটি তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে মেয়েটিকে জঙ্গলে নিয়ে চলে যায় ৷

ঘটনাটি বনাধিকারিকদের জানানো হয় ৷ গ্রামবাসীরা নাবালিকার খোঁজে জঙ্গলে রওনা দেন ৷ সেখানে তাকে না পেয়ে গ্রামবাসীরা আখের ক্ষেতে খুঁজতে শুরু করেন ৷ এর কয়েকঘণ্টা পর মাঠ থেকে মেয়েটির দেহ উদ্ধার হয় ৷ এহেন ঘটনায় গ্রামজুড়ে শোকের আবহ তৈরি হয় ৷ খবর পেয়ে মতিপুরের এসও মুকেশ কুমার সিং, বনাধিকারিক মহেন্দ্র মৌর্য, ডিএফও এবং ফিল্ড ডিরেক্টর বি প্রভাকর ঘটনাস্থল পরিদর্শন করেন ৷

আরও পড়ুন : 2 গ্রামবাসীর উপর হামলা, রাজস্থানে পিটিয়ে মারা হল চিতাবাঘকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.