ETV Bharat / bharat

মহারাষ্ট্রে নাবালিকাকে গণধর্ষণ, ভিডিয়ো করে ব্ল্য়াকমেইল

author img

By

Published : Nov 15, 2020, 8:59 PM IST

নির্যাতিতা নাবালিকা পুলিশের কাছে অভিযোগে জানিয়েছে, সোশাল মিডিয়ায় ভূষণের সঙ্গে আলাপ হওয়ার পর, দু‘জনের মধ্য়ে ফোন নম্বর বিনিময় হয় ৷ তারা ফোনে কথাও বলেছে অনেকবার ৷ 12 নভেম্বর ভূষণের সঙ্গে সে দেখা করে ৷ দেখা করার পর, ভূষণ তাকে একটি লজে নিয়ে যায় ৷

minor-gang-raped-filmed-in-maharashtras-sindhudurg-district
মহারাষ্ট্রে নাবালিকাকে গণ-ধর্ষণ, ঘটনার ভিডিও করে ব্ল্য়াকমেইল

সিন্ধুদুর্গ (মহারাষ্ট্র), 15 নভেম্বর : নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার মালভানে ৷ ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ অভিযুক্তদের মধ্য়ে ভূষণ মাইয়ে নামে বছর বাইশের এক যুবকের সঙ্গে নির্যাতিতার সোশাল মিডিয়ায় পরিচয় হয় বলে জানা গিয়েছে ৷ সেখান থেকেই দু’জনের মধ্য়ে ফোন নম্বর বিনিময় হয় ৷

নির্যাতিতা নাবালিকা পুলিশের কাছে অভিযোগে জানিয়েছে, সোশাল মিডিয়ায় ভূষণের সঙ্গে আলাপ হওয়ার পর, দু‘জনের মধ্য়ে ফোন নম্বর বিনিময় হয় ৷ তারা ফোনে কথাও বলেছে অনেকবার ৷ 12 নভেম্বর ভূষণের সঙ্গে সে দেখা করে ৷ দেখা করার পর, ভূষণ তাকে একটি লজে নিয়ে যায় ৷ সেখানে আগে থেকেই ভূষণের আরো 2 বন্ধু প্রথমেশ ধোলেয়া এবং কেশব ফোনধবা উপস্থিত ছিল ৷ তারা তিন জন মিলে লজের ঘরে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ সেই ঘটনার ভিডিয়ো করে তারা ৷ এরপর পুলিশের কাছে অভিযোগ জানালে সেই ভিডিও সোশাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার ভয় দেখানো হয় নির্যাতিতাকে ৷

এই ঘটনায় 3 অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তাদের বিরুদ্ধে POSCO আইনে মামলা রুজু করা হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ প্রসঙ্গত, মহারাষ্ট্রের জলগাঁও জেলায় 11 নভেম্বর একটি মহিলাকে গণ ধর্ষণের পর বিষ খাওয়ানোর চেষ্টা করে অভিযুক্তরা ৷ তবে, হাসপাতালে চিকিৎসা চলাকালীন তিনি মারা যান ৷ সেই ঘটনাতেও নিহত নির্যাতিতার পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ তাঁরা 3 জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ৷ নির্যাতিতাকে অপহরণ করে একটি পরিত্য়ক্ত জায়গায় নিয়ে গিয়ে অভিযুক্তরা তাঁকে ধর্ষণ করে এবং পরে বিষ দিয়ে খুনের চেষ্টা করা হয় ৷ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.