ETV Bharat / bharat

কৃষক নেতাদের উপর নজর রাখতে গোয়েন্দাদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

author img

By

Published : Jan 27, 2021, 9:15 PM IST

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কৃষক নেতাদের গতিবিধির উপর নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ মঙ্গলবারের ঘটনার পর এই নির্দেশ দেওয়া হয়৷ এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

কৃষকদের উপর নজর রাখতে গোয়েন্দাদের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
কৃষকদের উপর নজর রাখতে গোয়েন্দাদের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

দিল্লি , 27 জানুয়ারি : কৃষক নেতাদের গতিবিধির উপর নজরদারি চালাতে গোয়েন্দাদের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক৷ বুধবার কেন্দ্রের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে৷ মঙ্গলবার কৃষকদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লি৷ তার পরই কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷

মঙ্গলবার ঘটনার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা, দিল্লি পুলিশের কমিশনার সচ্চিদানন্দ শ্রীবাস্তব ও আইবি-র প্রধান অরবিন্দ কুমারের সঙ্গে বৈঠক করেন৷ সেখানে দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হয়৷ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কী ধরনের পদক্ষেপ করা হচ্ছে সেই বিষয়টিও অমিত শাহ খোঁজ নেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে৷

সরকারের ওই সূত্র থেকে জানা গিয়েছে যে কৃষকরা দিল্লি পুলিশের বাধা ভেঙে বিক্ষোভ দেখিয়েছে৷ তাতেই ট্রাক্টর উলটে একজনের মৃত্যু হয়৷ সিসিটিভি ফুটেজেও সব স্পষ্ট হচ্ছে৷ সব শোনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি পুলিশ যেভাবে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে ধৈর্য ধরেছে, তারও প্রশংসা অমিত শাহ করেছেন বলে খবর৷ অমিত শাহের ওই বৈঠকের পরই দিল্লিতে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷

মঙ্গলবার কৃষকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লি৷ পুলিশের ব্যারিকেড ভাঙা হয়েছে৷ পুলিশের সঙ্গে হাতাহাতি-ধ্বস্তাধ্বস্তি করা হয়েছে৷ গাড়ি উলটে দেওয়া হয়েছে৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন ঘিরে এমনই অভিযোগ ওঠে৷ শেষে লালকেল্লায় কৃষকরা পতাকা তুলে দেন৷ এই নিয়ে প্রবল সমালোচনা করছে বিভিন্ন মহল৷

আরও পড়ুন : দিল্লিতে সংঘর্ষের ঘটনায় 22টি এফআইআর দায়ের

কেন্দ্রীয় সরকার গত সেপ্টেম্বরে বাদল অধিবেশনে তিনটি নতুন কৃষি আইন পাস করায়৷ নভেম্বরের শেষ থেকে আন্দোলনে নামে 41টি কৃষক সংগঠন৷ সংযুক্ত কিষান মোর্চা নামে একটি যৌথ মঞ্চ তৈরি করা হয়৷ আন্দোলনকারীদের দাবি, ওই তিনটি আইন কৃষক বিরোধী৷ তাই তা প্রত্যাহার করতে হবে৷ কৃষকদের সঙ্গে কেন্দ্রের আলোচনা চলছে৷ কিন্তু তার মধ্যেই মঙ্গলবার কৃষকদের আন্দোলন ঘিরে ধ্বংসাত্মক চেহারা নিল৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.