ETV Bharat / bharat

INS Vikrant Scam Case: আইএনএস বিক্রান্ত মামলায় বিজেপি নেতার ছেলেকে ক্লিনচিট

author img

By

Published : Dec 15, 2022, 3:05 PM IST

MH BJP leader Kirit Somaiya son Neil Somaiya given clean chit by EOW in INS Vikrant scam case
INS Vikrant Scam Case: আইএনএস বিক্রান্ত মামলায় বিজেপি নেতার ছেলেকে ক্লিনচিট

আইএনএস বিক্রান্ত দুর্নীতি মামলায় (INS Vikrant Scam Case) বিজেপি (BJP) নেতা কিরীট সোমাইয়ার ছেলে নীলকে ক্লিনচিট দিল মুম্বই অর্থনৈতিক অপরাধ শাখা (Mumbai Economic Offenses Branch) ।

মুম্বই, 15 ডিসেম্বর: আইএনএস বিক্রান্ত কেলেঙ্কারি মামলায় (INS Vikrant Scam Case) বিজেপি (BJP) নেতা কিরীট সোমাইয়ার ছেলে নীল সোমাইয়াকে ক্লিনচিট দিয়েছে মুম্বই অর্থনৈতিক অপরাধ শাখা (Mumbai Economic Offenses Branch) । মুম্বই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি রিপোর্ট দাখিল করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে নীল সোমাইয়ার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই । তার পরই নীলকে (Neil Somaiya) এই মামলায় ক্লিনচিট দেওয়া হয়েছে ৷ ফলে বড় স্বস্তি পেয়েছেন কিরীট ও নীল ।

সোমাইয়া পিতা-পুত্রের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা আইএনএস বিক্রান্ত নিয়ে একটি কর্মসূচি করে ৷ যার মাধ্যমে তহবিল তৈরি করে ৷ মুম্বই থেকে ওই তহবিলে 57 লক্ষ টাকা জমা পড়ে ৷ সেই টাকা কিরীট ও নীল তাঁদের নিকন ইনফ্রা কোম্পানিতে নিয়ে নেয় বলে অভিযোগ ৷ 2014 সালে নির্বাচনে (Lok Sabha Elections 2014) প্রতিদ্বন্দ্বিতা করার সময় এই টাকার ব্যবহার করা হয় বলেও অভিযোগ ওঠে ৷

অভিযোগ, এই কেলেঙ্কারি করে কিরীট সোমাইয়া দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় ভাবমূর্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন । তাই কিরীট সোমাইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত । যদিও বিজেপির দাবি ছিল, যেহেতু কিরীট সোমাইয়া ধারাবাহিক ভাবে শিবসেনা এবং মহাবিকাশ আগাড়ি সরকারের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন, তাই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয় ৷

এই ঘটনায় প্রাক্তন সেনাকর্মী বাবন ভোঁসলে 2022 সালের 7 এপ্রিল একটি অভিযোগ দায়ের করেন ৷ তাঁর দাবি, সোমাইয়া বাবা এবং ছেলে এই তহবিল আত্মসাৎ করেছেন । এই বিষয়ে মুম্বইয়ের ট্রম্বে থানায় একটি মামলা দায়ের করা হয় । ট্রম্বে পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে । এরপর মামলাটি মুম্বই অর্থনৈতিক অপরাধ শাখায় স্থানান্তর করা হয় । শুরু হয় তদন্ত ৷

আইএনএস বিক্রান্ত তহবিল আত্মসাতের মামলায় কিরীট সোমাইয়া এবং তাঁর ছেলে নীল সোমাইয়ার বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল । এদিকে বম্বে সেশন কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন সোমাইয়া পিতা-পুত্র ৷ কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ তবে কিরীট এবং তাঁর ছেলে নীলকে অন্তর্বর্তী জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট (Bombay High Court) ।

আরও পড়ুন: একাধিক সরকারের মিলিত প্রচেষ্টার ফসল আইএনএস বিক্রান্ত, টুইটে খোঁচা জয়রামের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.