ETV Bharat / bharat

পিরজাগুড্ডায় আরও একটি নতুন শাখা খুলল মার্গদর্শী চিটফান্ড প্রাইভেট লিমিটেড

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 10:52 PM IST

Margadarsi Chit Fund: হায়দরাবাদের উপ্পল এলাকার পিরজাগুড্ডায় আরও একটি নতুন শাখা খুলল মার্গদর্শী চিটফান্ড প্রাইভেট লিমিটেড ৷ সংস্থার নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ডিরেক্টর এস. ভেঙ্কটস্বামী, ভাইস প্রেসিডেন্ট পি. রাজাজি, সম্বামূর্তি, জি. বলরামকৃষ্ণ, চিফ ম্যানেজার সিভিএম শর্মা, ব্রাঞ্চ ম্যানেজার এস. তিরুপতি ৷

Etv Bharat
Etv Bharat

হায়দরাবাদ, 15 ডিসেম্বর: আবারও একটা নতুন শাখা উদ্বোধন হল মার্গদর্শী চিটফান্ড প্রাইভেট লিমিটেডের ৷ এই লগ্নিকারী সংস্থার 111তম শাখা খুলল হায়দরাবাদের উপ্পল এলাকার পিরজাগুড্ডায় ৷ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সিএইচ শৈলাজা কিরণ ৷ এদিন উদ্বোধনের পরই এমডি বলেন,"এই সংস্থায় নিশ্চিন্তে টাকা জমাতে পারবেন আজকের প্রজন্ম ৷" এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে শৈলজৈ কিরণ ছাড়াও উপস্থিত ছিলেন ইটিভি ভারতের এম ডি বৃহতি ৷ কোম্পানির ডিরেক্টর এস. ভেঙ্কটস্বামী, ভাইস প্রেসিডেন্ট পি. রাজাজি, সম্বামূর্তি, জি. বলরামকৃষ্ণ, চিফ ম্যানেজার সিভিএম শর্মা, ব্রাঞ্চ ম্যানেজার এস. তিরুপতি, কোম্পানির কর্মচারী, কর্মচারী এবং এজেন্টরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন ।

প্রদীপ জ্বালিয়ে নতুন শাখার উদ্বোধনের পর এনাড়ুর ম্যানেজিং ডিরেক্টর শৈলজা কিরণ জানান, সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য সঞ্চয় অত্যন্ত জরুরী ৷ আজকের প্রজন্মের উচিত ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করা ৷ সেদিক থেকে মাগদর্শী চিট ফান্ড অত্যন্ত নিরাপদ ৷ অনায়াসেই তরুণ প্রজন্ম তাঁদের কষ্টার্জিত মূল্য বিনিয়োগ করতে পারেবেন এই সংস্থায় ৷ তিনি আরও উল্লেখ করেন, "মাগদর্শী চিটফান্ড তার গ্রাহকদের উন্নত পরিষেবা দিতে বদ্ধপরিকর ৷ বিভিন্ন রকম আর্থিক সংকটকের মধ্যেও এই সংস্থাটি সুনামের সঙ্গে চলছে ৷ আগামী দিনেও এই সংস্থাটি আরও জমসেবায় নিয়োজিত থাকবে ৷" সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শৈলজা কিরণ আরও জানান, "সবাই যদি জীবনে সঞ্চয় করার অভ্যাস করে, তাহলে অর্থনৈতিকভাবে বিকাশের সুযোগ রয়েছে। আজকের প্রজন্ম যদি মার্গাদর্শীর মতো সংগঠিত সংস্থায় একটু একটু বিনিয়োগ করেন, তবে তাঁরা তাদের প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারবেন ।

1962 সালে অক্টোবর মাসে মাত্র দুইজন কর্মচারী নিয়ে শুরু হয়েছিল এই সংস্থা ৷ বর্তমানে 5 হাজারেরও বেশি কর্মচারী এবং 110টি শাখা ছিল ৷ এই শাখা উদ্বোধন হওয়ায় আরও একটি শাখার সংখ্যা বাড়ল ৷ তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের পাশাপাশি তামিলনাড়ু ও কর্ণাটকও সুনাম কুড়িয়েছে । রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও প্রতিষ্ঠিত কোম্পানিটি 6 দশক ধরে প্রায় 60 লক্ষ গ্রাহকদের উন্নত পরিষেবা দিয়ে আসছে ৷

আরও পড়ুন:

  1. মার্গদর্শী চিট গ্রুপগুলি বন্ধ করার বিষয়ে চিট রেজিস্ট্রারের পাবলিক নোটিশে স্থগিতাদেশ আদালতের
  2. অন্ধ্র হাইকোর্টে মার্গদর্শী চিটফান্ড মামলায় শেষ সওয়াল-জবাব, অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত
  3. মার্গদর্শী চিট গোষ্ঠীর সাসপেনশনকে চ্যালেঞ্জ করে অন্ধ্র হাইকোর্ট সওয়াল-জবাব
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.