ETV Bharat / bharat

Kerala Boat Capsize Tragedy: নৌকা উলটে মৃত 22, আহত বহু ; কেরলে আজ সরকারি শোক

author img

By

Published : May 8, 2023, 7:12 AM IST

Updated : May 8, 2023, 7:36 AM IST

কেরলে নৌকাডুবিতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 22 ৷ তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন ৷ এই ঘটনায় আজ কেরলে সরকারি শোক দিবস পালিত হবে ৷ দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷

Etv Bharat
উদ্ধারের মুহূর্ত

মালাপ্পুরম (কেরল), 8 মে: 30 জন যাত্রীকে নিয়ে উলটে গেল নৌকা ৷ জলে ডুবে মৃত্যু হল মহিলা ও শিশু-সহ বেশ কয়েকজনের ৷ রবিবার ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরম জেলার তানুর এলাকারথুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে ৷ ক্রীড়ামন্ত্রী ভি আবদুর রহিমান জানান, বিভিন্ন হাসপাতালের তথ্যের ভিত্তিতে 20 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ পরে আরও 2 জনের মৃত্যুর কথা জানায় প্রশাসন।

পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় চারজনকে কোট্টাক্কাল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ প্রথমে উদ্ধার হওয়া 20 টি মৃতদেহের মধ্যে 15 জনের পরিচয় জানা গিয়েছে ৷ নৌকাটি ডাঙায় আনা হচ্ছে ৷ ভিতর থেকে আরও দেহ উদ্ধার হবে বলে মনে করা হচ্ছে ৷ তবে নৌকাটি উলটে যাওয়ার কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ মন্ত্রী আরও জানান, নিহতদের মধ্যে অনেকেই মহিলা ও শিশু ৷ তাঁরা স্কুলছুটির দিনে আনন্দ করতে এখানে এসেছিলেন ৷

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঘটনায় শোকপ্রকাশ করে একটি বিবৃতি জারি করেছেন ৷ জেলা কালেক্টরকে সব বিভাগের সঙ্গে সমন্বয় করে জরুরি উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷ সোমবার অর্থাৎ, আজ মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে ৷ এদিন সরকারি শোক দিবস ঘোষণা করা হয়েছে ৷ নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমস্ত সরকারি কর্মসূচি স্থগিত করা হয়েছে ৷

  • Pained by the loss of lives due to the boat mishap in Malappuram, Kerala. Condolences to the bereaved families. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be provided to the next of kin of each deceased: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) May 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ নিহতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি ৷ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি টুইট বার্তায় তিনি জানিয়েছেন,"কেরলের মালাপ্পুরমে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় ব্যথিত ৷ নিহতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে মৃতদের পরিবারকে ৷"

  • Distraught by the news of a houseboat capsizing in Malappuram, Kerala.

    My heartfelt condolences to all those who have lost their loved ones, and wishes for the speedy recovery of those injured.

    I appeal to Congress workers to assist the authorities in rescue operations.

    — Rahul Gandhi (@RahulGandhi) May 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই দুর্ঘটনায় টুইটে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও ৷ তিনি লেখেন,"কেরলের মালাপ্পুরমে নৌকাডুবির ঘটনায় বিচলিত ৷ যারা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷ আমি কংগ্রেস কর্মীদের উদ্ধার অভিযানে কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য আবেদন করছি ৷"

রাজ্য সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর পরিস্থিতি মূল্যায়নের জন্য স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ একটি জরুরি বৈঠক ডাকেন ৷ সেখানে তিনি নির্দেশ দেন, আহতদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা নিশ্চিত করতে হবে ৷ ময়নাতদন্তের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে যাতে পরিবারের হাতে খুব দ্রুত দেহ তুলে দেওয়া যায় ৷ ত্রিশূর ও কোঝিকোড় জেলা থেকে চিকিৎসক-সহ পর্যাপ্ত কর্মী এনে তিরুর, থিরুরাঙ্গাদি, পেরিন্থালমান্না হাসপাতাল ও মানচেরি মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত করা হবে বলে বিবৃতিতে জানানো হয় ৷

তবে এই নৌকাডুবির পিছনে অতিরিক্ত ভিড় ছিল বলে জানান ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের বিধায়ক পিকে কুনহালিকুট্টি ৷ তিনি জানান, সন্ধ্যা 6টা'র পর নৌকা চালানো বন্ধ করার কথা থাকলেও সেই নিয়ম লঙ্ঘন করে নৌকা চালানো হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সন্ধ্যা 7টার দিকে ৷ যদিও দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন : হ্রদের মাঝে পোজ দিয়ে সেলফি, ভারসাম্য হারিয়ে ডুবল নৌকা ; দুই নাবালক-সহ মৃত 4

Last Updated :May 8, 2023, 7:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.