ETV Bharat / bharat

Man Wears Burqua: বিনা ভাড়ায় যাতায়াতের জন্য বাসে বোরখা পরিহিত পুরুষ, তদন্ত শুরু কর্ণাটক পুলিশের

author img

By

Published : Jul 7, 2023, 12:31 PM IST

Man Wears Burqua
Man Wears Burqua

কর্ণাটকে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছে কংগ্রেস সরকার ৷ কিন্তু বাসে ভাড়া না দেওয়ার জন্য বোরখা পরে এক পুরুষ যাচ্ছিলেন ৷ শুক্রবার তাঁকে কর্ণাটকের একটি বাসস্ট্যান্ড থেকে ধরা হয় ৷ পুলিশ অভিযুক্তকে আটক করেছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

হুবলি, 7 জুলাই: সরকারি তরফে দেওয়া সুবিধা সব নাগরিকই পেতে চান ৷ কিন্তু সব সুবিধা তো আর সকলে পান না ৷ সরকারের বেঁধে দেওয়া মাপকাঠি অনুযায়ী দেওয়া হয় বিভিন্ন প্রকল্পের সুবিধা ৷ যদিও সরকারি সুবিধা পাওয়ার জন্য নথি জাল করার মতো অনৈতিক পথ অনেককেই নিতে দেখা যায় ৷ তা বলে সরকারি প্রকল্পে ছাড় পেতে কোনও পুরুষের বোরখা পরার ঘটনা একেবারেই নজিরবিহীন ৷

আর এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে কর্ণাটকে ৷ সেখানকার ধারাওয়াদ জেলার কুন্দাগোলা তালুকের সানশি বাসস্ট্যান্ড থেকে এক ব্যক্তিকে বোরখা পরা অবস্থায় ধরা হয় শুক্রবার ৷ তিনি বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের জন্য এই পদ্ধতি অবলম্বন করেছিলেন বলে ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে জানিয়েছেন ৷

ওই ব্যক্তির নাম বীরভদ্রায় নিংয়া মঠপতি । তিনি কর্ণাটকের বিজয়পুর জেলার সিন্দাগি তালুকের ঘোদাগোরি গ্রামের বাসিন্দা । যাঁরা তাঁকে ধরেন, তাঁদের কাছে বীরভদ্রায় দাবি করেছেন যে তিনি ভিক্ষা করে সংসার চালান ৷ তাই বাসে টাকা খরচ করে যাতায়াত তাঁর পক্ষে সম্ভব নয় ৷ সেই কারণে তিনি বোরখা পরেই যাতায়াত করেন ৷ তাঁর কাছ থেকে এক মহিলার আধার কার্ডের কপিও পাওয়া গিয়েছে ৷

তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তবে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি ৷ তবে পুলিশ তাঁর দাবি খতিয়ে দেখছে ৷ সত্যিই অর্থাভাবে তিনি এই পন্থা অবলম্বন করেছিলেন, নাকি তাঁর কোনও অসৎ উদ্দেশ্য ছিল, সেটাই পুলিশ তদন্ত করে দেখছে ৷

প্রসঙ্গত, গত মে মাসে কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়ী হয় কংগ্রেস ৷ সরকার গঠনের পর তাদের তরফে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করা হয়েছে ৷ সেই প্রকল্পগুলির মধ্যে অন্যতম শক্তি যোজনা ৷ এই যোজনায় মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ করে দেওয়া হচ্ছে ৷ কিন্তু সেই সুযোগের অপব্যবহারও যে হচ্ছে, তার প্রমাণ মিলল শুক্রবার ৷

প্রত্যক্ষদর্শীদের অনুমান, বোরখায় যেহেতু পুরো শরীর ঢেকে ফেলা যায়, তাই বোরখা পরলে কোনও পুরুষ সহজেই নিজেকে মহিলা বলে দাবি করতে পারেন ৷ কিন্তু এই ক্ষেত্রে আশপাশের লোকের সন্দেহ হওয়ায় ওই ব্যক্তি ধরা পড়েছে ৷ এই ভাবে অন্য কেউ অপরাধমূলক কাজ করছে কি না, সেই আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না ৷

আরও পড়ুন: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ভারতীয় ছাত্রীকে জ্যান্ত কবর, অভিযুক্তের যাবজ্জীবন সাজা শোনাল অস্ট্রেলিয়ার শীর্ষ আদালত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.