ETV Bharat / bharat

Dehradun Double Murder: দ্বিতীয় বিয়েতে বাধা, দেরাদুনে 2 কন্যাসন্তানকে শ্বাসরোধ করে খুনে অভিযুক্ত বাবা !

author img

By

Published : Jun 24, 2023, 12:53 PM IST

দুই কন্যাসন্তানকে খুনে অভিযুক্ত বাবা ৷ উত্তরাখণ্ডের দেরাদুনের ঘটনায় পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ জানা গিয়েছে, অভিযুক্তের স্ত্রী বছর দেড় আগে এক আত্মীয়ের সঙ্গে পালিয়ে বিয়ে করেন ৷ তারপর থেকে দুই মেয়ে তাদের বাবার সঙ্গেই থাকত ৷

Dehradun Double Murder Case ETV BHARAT
Dehradun Double Murder Case

দেরাদূন, 24 জুন: দুই কন্যাসন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুনের দোওয়াইওয়ালা একালায় ৷ অভিযোগ, জিতেন্দ্র সাহানি নাম এক ব্যক্তি তাঁর 3 ও দেড় বছরের দুই কন্যাসন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দ্বিতীয়বার বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন ৷ কিন্তু, দুই সন্তান তার দ্বিতীয় বিয়েতে বাধা হয়ে উঠছিল ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেই কারণেই অভিযুক্ত দুই মেয়েকে হত্যা করে জিতেন্দ্র ৷ পুলিশ অভিযুক্ত জিতেন্দ্র সাহানির খোঁজে তল্লাশি শুরু করেছে ৷

দোওয়াইওয়ালা থানার পুলিশ জানিয়েছে, সেখানকার কেশবপুরী এলাকার বাসিন্দা জিতেন্দ্র সাহানি তাঁর দুই কন্যা সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছে ৷ দুই শিশুর দিদা প্রায়ই দুই নাতনির খোঁজখবর নিতে ওই বাড়িতে যেতেন ৷ শুক্রবার সন্ধ্যাবেলায় তিনি তেমনই দুই নাতনির খোঁজ নিতে যান ৷ বাইরে থেকে ডাক দিলে প্রথমে ভিতর থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি ৷ এরপর তিনি বাড়ির ভিতরে প্রবেশ করে ঘরের ভিতরে গিয়ে তিনি দেখেন দুই শিশু অচৈতন্য অবস্থায় পড়ে আছে ৷

তিনি চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকেন ৷ সকলে এসে পরীক্ষা করে দেখে শিশুদু’টির অসাড় অবস্থায় পড়ে রয়েছে ৷ এরপরেই খবর দেওয়া হয় দোওয়াইওয়ালা থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুদু’টিকে হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু, চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ৷

আরও পড়ুন: দাম্পত্য জীবনের পথের কাঁটা সরাতেই একরত্তিকে শ্বাসরোধ করে খুন ‘সৎ’ বাবার

মৃত শিশুর দিদা পুলিশকে বয়ানে জানিয়েছেন, জিতেন্দ্র সাহানি পেশায় দিনমজুর ৷ সে বিহারের বাসিন্দা হলেও বর্তমানে কেশবপুরীতে পরিবার নিয়ে থাকছিল ৷ দেড় বছর আগে দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের পরপরই জিতেন্দ্র সাহানির স্ত্রী, অর্থাৎ তাঁর মেয়ে বাড়ি ছেড়ে চলে যান ৷ তিনি এক নিকট আত্মীয়কে বিয়ে করেছেন বলে জানা গিয়েছে ৷ সেই সময় জিতেন্দ্র তাঁর মা-কে ওই বাড়িতে নিয়ে আসে দুই মেয়ের দেখাশোনার জন্য ৷ এর পাশাপাশি জিতেন্দ্রর শাশুড়ি এবং শ্যালক দুই শিশুর খোঁজখবর নিতেন প্রতিদিন ৷

আরও পড়ুন: কিশোরীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত সৎমা

তাঁরা পুলিশকে জানিয়েছেন, সম্প্রতি জিতেন্দ্র দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছিল ৷ সেই বিয়েতে দুই মেয়ে বাধা হচ্ছিল বলে অনুমান ৷ সেই কারণেই সে দুই মেয়েকে হত্যা করেছে সে ৷ ঘটনার পর থেকে জিতেন্দ্র এবং তাঁর মায়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ সে কারণে পুলিশ দু'জনকেই এই হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করছে ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.