ETV Bharat / bharat

Pegasus Spyware : সর্বদলীয় বৈঠক করে পরবর্তী পদক্ষেপ করুন, পেগাসাস বিতর্কে মোদিকে বার্তা দিদির

author img

By

Published : Jul 27, 2021, 7:28 PM IST

Mamata Banerjee sought for all party meeting arranged by prime minister Narendra Modi on Pegasus Spyware controversy
Pegasus Spyware : সর্বদলীয় বৈঠকের পরই পরবর্তী পদক্ষেপ করুন, পেগাসাস বিতর্কে মোদিকে বার্তা দিদির

পেগাসাস কাণ্ডে সর্বদলীয় বৈঠকের পরই পরবর্তী পদক্ষেপ করা উচিত ৷ দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে এমনই বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ হালকা সুরে প্রতিবাদ জানালেন ত্রিপুরায় আই-প্য়াকের 22 জন প্রতিনিধিকে আটক এবং দৈনিক ভাস্করের একাধিক অফিসে আয়কর হানার ঘটনার ৷

নয়াদিল্লি, 27 জুলাই : দিল্লিতে দাঁড়িয়েই ফের একবার পেগাসাস বিতর্কে (Pegasus Spyware) মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বাসভবনে যান বাংলার মুখ্যমন্ত্রী ৷ বৈঠক সেরে বেরোনোর পর মমতাকে পেগাসাস নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ যার উত্তরে তিনি বলেন, ‘‘এই বিষয়ে প্রধানমন্ত্রীর একটি সর্বদলীয় বৈঠক করা উচিত ৷ তারপর সকলের মতামত নিয়েই পদক্ষেপ করা উচিত ৷’’ একইসঙ্গে, ফের একবার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত করার পক্ষেও সওয়াল করেন মমতা ৷ তবে বিষয়টি নিয়ে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও কথা হয়েছে কিনা, তা নিয়ে স্পষ্ট করে কিছুই জানাননি তিনি ৷ এড়িয়ে গিয়েছেন সাংবাদিকদের প্রশ্ন ৷

আরও পড়ুন : Supreme Court : সুয়োমোটো করে দেশকে 'বাঁচাতে' সুপ্রিম কোর্টকে আবেদন মমতার

তবে এদিন পেগাসাস নিয়ে রণংদেহি মূর্তি না ধরলেও এই ঘটনা সামনে আসার পর থেকেই আসরে নেমেছে মমতার দল তৃণমূল কংগ্রেস ৷ মমতা নিজে সাংবাদিক বৈঠকে তাঁর উপর নজরদারি চালানোর অভিযোগ তুলেছেন ৷ তাঁর দাবি, ইজ়রায়েলি স্পাই সফটওয়্যার ব্যবহার করে নিয়মিত বহু মানুষের উপর নজরদারি চালাচ্ছে কেন্দ্র ৷ এমনকী, এই ইস্যুতে সংসদের উচ্চকক্ষে কার্যত হুলুস্থূল বাধিয়ে দিয়েছেন মমতার দলেরই সাংসদ শান্তনু সেন (Santanu Sen) ৷ যার জেরে শান্তনুকে সাসপেন্ড পর্যন্ত হতে হয়েছে ৷

এর আগে মমতা বলেছিলেন, নজরদারির হাত থেকে বাঁচেতই নিজের স্মার্টফোনের ক্যামেরায় সেলোটেপ সেঁটেছেন তিনি ! এমনকী, একুশে জুলাইয়ের ভার্চুয়াল অনুষ্ঠানের মঞ্চ থেকে সরাসরি সুপ্রিম কোর্টের কাছে ‘দেশ বাঁচানো’র আর্তিও করেছেন মমতা ৷ সেই মমতাই এদিন মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর পেগাসাস নিয়ে খুব বেশি হইচই করেননি ৷ যদিও রাজনীতির কারবারিরা বিষয়টিকে আমল দিতে নারাজ ৷ তাঁদের মতে, সময় সুযোগ বুঝে আবারও এ নিয়ে সুর চড়াবেন তৃণমূল নেত্রী ৷ দিল্লিতে জমি শক্ত করতে এসে বিজেপির বিরুদ্ধে এমন হাতে গরম অস্ত্র কখনই মাঠে মারা যেতে দেবেন না তিনি ৷

আরও পড়ুন : Santanu Sen : তৃণমূল কংগ্রেস সাংসদদের কণ্ঠরোধ করা যাবে না, প্রতিবাদ চলবে; প্রতিক্রিয়া শান্তনুর

অন্যদিকে, এদিনের বৃষ্টির মধ্যে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের বঞ্চনা-সহ নানা ইস্যু নিয়ে সেভাবে সরব না হলেও বিরোধের সুর একেবারে হারিয়ে যেতে দেননি মমতা ৷ তিনি বুঝিয়ে দিয়েছেন, চব্বিশের লোকসভা ভোট এখনও অনেক দেরি ৷ তার আগে রাজ্যে রাজ্যে রয়েছে বিধানসভার নির্বাচন ৷ বিজেপিকে বেকায়দায় ফেলতে চব্বিশের মহারণের আগে সেইসব যুদ্ধই যে মমতার লক্ষ্য, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি ৷ আবারও একবার বলেছেন, বিজেপিকে আটকাতে হলে উদ্যোগ শুরু করতে হবে এখন থেকেই ৷

এই প্রসঙ্গেই ত্রিপুরায় আই-প্য়াকের 22 জন প্রতিনিধিকে আটক এবং দৈনিক ভাস্করের একাধিক অফিসে আয়কর হানা নিয়ে মুখ খুলেছেন মমতা ৷ তাঁর মতে, এই ধরনের পদক্ষেপ সঠিক নয় ৷ খুব হালকা সুরে হলেও দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে দাঁড়িয়েই এর প্রতিবাদ করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.