ETV Bharat / bharat

Mamata Banerjee: দিল্লিতে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে মমতা

author img

By

Published : Jul 28, 2021, 2:16 PM IST

দিল্লিতে দলের সাংসদদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ দলের সংসদীয় কমিটির (TMC Parliamentary Committee) চেয়ারপার্সন হিসেবে মনোনীত হওয়ার পর আজ সাংসদদের সঙ্গে প্রথম বৈঠক হয় তাঁর ৷

Mamata Banerjee meets with tmc parliamentary committee
দিল্লিতে তৃণমূল সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, 28 জুলাই : দিল্লিতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ দলের সংসদীয় কমিটির (TMC Parliamentary Committee) চেয়ারপার্সন হিসেবে মনোনীত হওয়ার পর আজই সাংসদদের সঙ্গে প্রথম বৈঠক করছেন মমতা ৷ তাঁকে আজ ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ লোকসভা ও রাজ্যসভার অন্যান্য সাংসদরা এ দিনের বৈঠকে উপস্থিত আছেন ৷

দিল্লি সফরে যাওয়ার আগে গত বৃহস্পতিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হিসেবে মনোনীত হন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ দিল্লিতে দলের সংসদীয় কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব গৃহীত হয় ৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান দলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien) এবং সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) ৷ দুই তৃণমূল নেতাই জানান, মমতার বিপুল অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এমন পদক্ষেপ ! তবে রাজনৈতিক মহলের ধারণা, এটা লোকসভা নির্বাচনের যুদ্ধে নামার প্রস্তুতি ৷ কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে উৎখাত করতে মমতা ও তাঁর দল যে কোনও খামতি রাখতে নারাজ, তৃণমূলের এই সিদ্ধান্তই তার প্রমাণ ৷

আরও পড়ুন: নজর জোটে, আজ সোনিয়া-কেজরির সঙ্গে বৈঠকে মমতা

আজই বিকেল সাড়ে 4টে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় 10 জনপথে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করবেন বলে খবর ৷ অতীত সম্পর্কের উষ্ণতাকে সঙ্গী করে তাঁদের 'চায়ে পে চর্চায়' ঠিক হয়ে যেতে পারে ভবিষ্যৎ রাজনীতির প্রেক্ষাপট ৷ সোনিয়ার সঙ্গে মমতার বৈঠকে আগামী লোকসভা নির্বাচন ও বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়ার রণনীতি তৈরি হতে পারে ৷ এ ছাড়াও পেগাসাস, কৃষি আইন, চিন, জ্বালানির দাম বৃদ্ধি-সহ নানা ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রকে কীভাবে অস্বস্তিতে ফেলা যায়, তার নীলনকশাও তৈরি পারে এ দিনের বৈঠকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.