ETV Bharat / bharat

Mamata-Kumaraswamy Meeting: অখিলেশের পর কুমারস্বামী ! কালীঘাটের বাড়িতে ফের বৈঠকে মমতা

author img

By

Published : Mar 21, 2023, 7:58 PM IST

আগামী শুক্রবার কালীঘাটের বাড়িতে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও এইচ ডি কুমারস্বামী (Mamata-Kumaraswamy Meeting) ৷ বৈঠকে নেওয়া হতে পারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ৷

Mamata Banerjee meeting with H D Kumaraswamy will be done at her Kalighat House
ফাইল ছবি

কলকাতা, 21 মার্চ: অখিলেশ যাদবের পর এবার এইচ ডি দেবগৌড়ার ছেলে তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ! আগামী শুক্রবার তাঁর সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata-Kumaraswamy Meeting) ৷ তাই আবারও সারা দেশের নজর থাকবে কালীঘাটের ওই টালির চালায় ৷ কারণ, সংশ্লিষ্ট বৈঠকটি হবে সেখানেই ৷

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ইদানীংকালে আঞ্চলিক দলগুলির গুরুত্ব বাড়ছে ৷ এই প্রেক্ষাপটে কংগ্রেস এবং বিজেপিকে সরিয়ে আঞ্চলিক শক্তিগুলিকে এক জায়গায় আনার কাজ শুরু করেছেন মমতা ৷ তাঁর এই প্রচেষ্টা নিয়ে নানা মহলে আলোচনাও শুরু হয়েছে ৷ বিরোধী শিবিরের একাংশ এই মুহূর্তে বিজেপি বিরোধিতার পাশাপাশি কংগ্রেসের সঙ্গেও সমদূরত্বের কথা বলছেন ৷ আর সেই পরিস্থিতিতেই জনতা দল সেক্যুলারের নেতা এইচ ডি কুমারস্বামীর (H D Kumaraswamy) সঙ্গে বৈঠকে বসছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার ওডিশা রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের কথা নিজেই জানিয়ে গিয়েছেন মমতা (Mamata Banerjee) ৷ গোবলয়ের গুরুত্বপূর্ণ মুখ অখিলেশ যাদবের পর, দক্ষিণী রাজনীতিতে গ্রহণযোগ্য নাম কুমারস্বামীর তাঁর দুয়ারে আসার ঘটনা দিল্লির রাজনীতিতে তৃণমূল সুপ্রিমোর গুরুত্ব আরও কিছুটা বাড়াবে বলেই মনে করা হচ্ছে ৷

সামনেই রয়েছে কর্ণাটক বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Election 2023) ৷ তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার ছেলে ৷ সূত্রের খবর, বিজেপির বিরুদ্ধে মমতা বন্দোপাধ্যায়ের লাগাতার লড়াইয়ের কারণে কর্নাটকের নির্বাচনী প্রচারে তাঁকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাতে পারেন কুমারস্বামী ৷ একইসঙ্গে, এই বৈঠক থেকেই চব্বিশের লোকসভা নির্বাচনে একসঙ্গে চলার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন দুই নেতা-নেত্রী ৷

আরও পড়ুন: বিজেপিকে হঠানোই লক্ষ্য ! মমতার সঙ্গে বৈঠকের আগে বার্তা অখিলেশের

প্রসঙ্গত, দেবগৌড়া পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই খুব ভালো ৷ অতীতেও কর্ণাটক গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউনাইটেড ইন্ডিয়া জোটের মঞ্চেও দেখা গিয়েছিল কুমারস্বামীকে ৷ সেই জায়গা থেকে কুমারস্বামীর মমতার বাড়িতে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এর আগে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশের দলের হয়ে প্রচার করেছিলেন মমতা ৷ এবার দাক্ষিণাত্যেও তাঁকে সেই ভূমিকায় (কুমারস্বামীর দলের হয়ে) দেখা যাবে কি না, আপাতত তা নিয়েই চলছে জল্পনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.