ETV Bharat / bharat

Mahua Dig at BJP: বিজেপি শাসনে কদর্যতাই জাতীয় পরিচয়, নয়া সংসদ ভবন নিয়ে কেন্দ্রকে তোপ মহুয়ার

author img

By

Published : May 30, 2023, 2:31 PM IST

বিজেপির নেতৃত্বাধীন শাসনে কদর্যতাই জাতীয় পরিচয় ৷ ইতিহাস এই শাসনকে মনে রাখবে ৷ নয়া সংসদ ভবন নিয়ে এই ভাষাতেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মহুয়া মৈত্র ৷

Mahua Moitra
Mahua Moitra

নয়াদিল্লি, 30 মে: নয়া সংসদ ভবনের উদ্বোধন ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ সেই প্রসঙ্গেই আরও একবার কেন্দ্রকে নিশানা করলেন তিনি ৷ নয়া সংসদ ভবনের অন্দরসজ্জা নিয়ে প্রখ্যাত শিল্পী সুধাব্রত সেনগুপ্তর একটি লেখা নিজের টুইটার হ্যান্ডেলে তুলে ধরেছেন তিনি ৷ শিল্পীর সুরেই মহুয়া লিখেছেন, কদর্যতাকে ভারতের জাতীয় পরিচয় হিসেবে তুলে ধরার জন্য ইতিহাস বিজেপির এই শাসনকে মনে রাখবে ৷

শিল্পী সুধাব্রত সেনগুপ্ত তাঁর ফেসবুকের পাতায় নয়া সংসদ ভবনের শিল্পকীর্তির কড়া সমালোচনা করেছেন ৷ তাঁর মতে, দেশের হিন্দুত্বের বৈশিষ্ট্যগুলিই প্রতিভাত হয়েছে নয়া সংসদ ভবনের স্থাপত্যে ৷ সেখানে ইসলামিক শিল্পের প্রভাব এবং উপস্থিতির কোনও চিহ্ন নেই ৷ নতুন সংসদ ভবনের কারুকাজ ও অন্দরসজ্জা নিয়েও তীব্র কটাক্ষ করেছেন তিনি ৷

তাঁর সেই লেখা নিজের টুইটার হ্যান্ডেলে তুলে ধরেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ৷ শিল্পীরই লেখা পংক্তিকে ধার করে তিনিও লিখেছেন, "যেভাবে এই শাসনকালে কদর্যতাকে একটি ভারতীয় জাতীয় পরিচয় হিসেবে তুলে ধরা হয়েছে, তার জন্য ইতিহাস এই শাসনকে মনে রাখবে । আমরা যা-ই ছিলাম বা না ছিলাম, আমরা কখনওই ভিন্ন ভিন্ন কদর্যতার সমষ্টি ছিলাম না । তবে এই সরকারের সৌজন্যে আমরা এখন তা-ই হয়েছি ।"

নয়া সংসদ ভবনের উদ্বোধনে হিন্দু সন্ন্যাসীদের উপস্থিতির কথা বলতে গিয়ে মহুয়া টেনে এনেছেন কর্ণাটকের হিজাব বিতর্কের প্রসঙ্গ ৷ তিনি লিখেছেন, "নতুন সংসদ ভবনে যাঁরা টপলেস হিন্দু পবিত্র পুরুষদের উপস্থিতিতে উল্লাস করছেন, তাঁদের মধ্যে অনেকেই চাননি যে, হিজাব পরে মুসলিম মেয়েরা কর্ণাটকে ক্লাসে যোগ দিক বা কলেজের পরীক্ষায় বসুক ।"

এর আগে, ব্রিটেনের জাতীয় সঙ্গীত ধার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয়া সংসদ ভবন উদ্বোধনকে বিদ্রুপ করেছিলেন মহুয়া ৷ টুইটে তিনি লেখেন, "প্রজাতন্ত্র মৃত ৷ ভগবান রাজাকে রক্ষা করুন ৷" এই টুইটে হাতে সেঙ্গল ধরা মোদির ছবিও তুলে ধরেছিলেন তিনি ৷ নয়া সংসদ ভবনের উদ্বোধনকে প্রধানমন্ত্রী নিজের রাজ্যাভিষেক বলে মনে করছেন বলে তোপ দেগেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও ৷

আরও পড়ুন: 'রাজা'কে ঈশ্বর রক্ষা করুক, বিলেতের জাতীয় সঙ্গীতকে হাতিয়ার করে মোদিকে বিঁধলেন মহুয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.