ETV Bharat / bharat

মারাঠা সংরক্ষণের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি উদ্ধবের

author img

By

Published : May 12, 2021, 10:35 AM IST

Updated : May 12, 2021, 10:42 AM IST

মারাঠা সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় আনার জন্য উদ্যোগী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ তিনি বলেন, এই বিষয়টি নিয়ে খুব শিগগির তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ৷

মারাঠা সংরক্ষণের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি উদ্ধবের
মারাঠা সংরক্ষণের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি উদ্ধবের

মুম্বই , 12 মে : সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া মারাঠা সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় আনার কথা মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ শিক্ষা ও সরকারি কর্মসংস্থানে অন্তত 12 থেকে 13 শতাংশ সংরক্ষণের দাবি জানান তিনি ৷

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী লিখেছেন, "2020 সালের 3121 নং দেওয়ানী আবেদন এবং অন্যান্য সংযুক্ত বিষয়গুলিতে সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চ (পাঁচ বিচারকের সমন্বয়ে) দ্বারা প্রদত্ত রায় এবং অন্যান্য সংযুক্ত বিষয়গুলি আপনাকে এই চিঠিটি লিখতে আমাকে সুযোগ দিয়েছে ৷ আপনাকে একান্ত অনুরোধ সহ জানাচ্ছি, আমার রাজ্য থেকে মারাঠা সম্প্রদায়কে আইন অনুসারে, নূন্যতম শিক্ষার ক্ষেত্রে 12 শতাংশ এবং সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে 13 শতাংশ রিজার্ভেশন দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক ৷"

তিনি বলেছেন, বিবেচনার জন্য খুব শীঘ্রই তিনি এই বিষয়টা নিয়ে বিশদে নিজ বর্ণনামূলক একটি উপস্থাপনা প্রেরণ করবেন ৷ ঠাকরে আরও বলেছেন, "আমার রাজ্য সহ আমাদের দেশের বিভিন্ন রাজ্যেই এটা বিতর্কের বিষয় যে , উপরোক্ত 102 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে "সামাজিক ও শিক্ষামূলকভাবে পিছিয়ে পড়া শ্রেণি" (এসইবিসি) শনাক্তকরণ এবং সংরক্ষণের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারের ক্ষমতা এবং কর্তৃত্ব কেড়ে নেওয়া হয়নি ।"

আরও পড়ুন : ওভারলোডিং রুখতে জরিমানা বৃদ্ধি করা হবে , জানালেন পরিবহণমন্ত্রী

এর আগে মুখ্যমন্ত্রী ঠাকরের নেতৃত্বে মহা বিকাশ আঘাদি মারাঠা সংরক্ষণের বিষয়টি নিয়ে রাজ্যপাল ভগত সিং কোশিয়রের সাথে সাক্ষাৎ করেছেন । বৈঠকের শেষে ঠাকরে বলেন তিনি এই বিষয়টি নিয়ে খুব শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ৷

মহারাষ্ট্র সরকার দ্বারা গৃহীত মারাঠা সম্প্রদায়ের জন্য 2013 সালে সরকারি চাকরি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সংরক্ষণগুলি বাতিল করে সুপ্রিম কোর্ট 5 মে বলেছিল যে এটি আগে আরোপিত 50 শতাংশ ছাড়িয়েছে ৷ 50 শতাংশ রিজার্ভেশন লঙ্ঘনের বৈধ ভিত্তি নেই ৷

8 মে মহারাষ্ট্র সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় মারাঠা সংরক্ষণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় বিশ্লেষণ করতে একটি কমিটি গঠন করা হবে এবং 15 দিনের মধ্যে এর রিপোর্ট প্রকাশ করা হবে ৷

Last Updated : May 12, 2021, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.