ETV Bharat / bharat

Maha Political Crisis: আস্থাভোট নয় মহারাষ্ট্রে, তৃতীয়বার মুখ্যমন্ত্রী কি ফড়নবিশ ? বাড়ছে জল্পনা

author img

By

Published : Jun 30, 2022, 11:00 AM IST

পরিস্থিতি বুঝে নিজে থেকেই পদত্যাগ করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ তাই বিরোধী গেরুয়া শিবির এবং বিদ্রোহী একনাথ শিন্ডে বাহিনীর পথ পরিষ্কার ৷ বহু জল্পনার আস্থা ভোটের প্রয়োজন নেই ৷ কিন্তু বালাসাহেবের পতাকা কে বইবে ? ঠাকরে নাকি বিদ্রোহী শিবসেনা (Maha Political Crisis) ?

Devendra Fadnavis greeted
দেবেন্দ্র ফড়নবিশকে শুভেচ্ছা

মুম্বই, 30 জুন: ময়দান ছেড়েছেন উদ্ধব ৷ পতন হয়েছে মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি সরকারের (Maha Vikas Aghadi) ৷ সুপ্রিম কোর্টে আস্থা ভোটের সম্মুখীন হওয়ার নির্দেশ দিলেও সেই পথে না হেঁটে বুধবার রাতেই রাজ্যপাল রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির হাতে তাঁর পদত্যাগপত্র তুলে দেন উদ্ধব ঠাকরে ৷ তিনি এখন কেয়ারটেকার মুখ্যমন্ত্রী মাত্র ৷ তাই আর আস্থা ভোটের প্রয়োজন নেই ৷

মহারাষ্ট্র বিধানসভার সচিব রাজেন্দ্র ভাগওয়াত রাজ্যের সব বিধায়ককে জানিয়ে দিয়েছেন, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার আর আস্থা ভোট হচ্ছে না ৷ গেরুয়া শিবিরেও নতুন সরকার গড়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ 2019-এ মহারাষ্ট্রের মসনদে বসেও প্রায় 80 ঘণ্টার মধ্যে নিজে থেকে মুখ্যমন্ত্রিত্ব ছেড়েছিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ ৷ তারপর থেকে তিনিই ছিলেন বিরোধী দলনেতা ৷ আড়াই বছরের কিছু বেশি সময় পরে এবার কি মহা-মসনদে তিনিই (Maharashtra Assembly Secretary Rajendra Bhagwat informs of no need for a floor test) ?

শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট ভেঙে যাওয়ায় বহু বিজেপি বিধায়ক, শীর্ষ নেতারা মুম্বইয়ে ফড়নবিশের বাড়িতে ভিড় করছেন ৷ একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন ৷ রীতিমতো উৎসব চলছে ৷ রাজ্য বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাটিল বুধবার জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে এবং বিজেপি নেতা ফড়নবিশ ৷ রাজ্য বিজেপির পক্ষ থেকে সব পদ্ম বিধায়ককে মুম্বইয়ে আমন্ত্রণ জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Maha Political Crisis: মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন উদ্ধব, গভীর রাতে রাজ্যপালের হাতে তুলে দিলেন ইস্তফাপত্র

ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী হচ্ছেন ফড়নবিশ (Devendra Fadnavis) এবং উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ ফড়নবিশ বুধবারই সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার তিনি সিদ্ধান্ত জানাবেন ৷ তবে অন্য সুর শোনা গিয়েছে বিদ্রোহী শিবসেনা বিধায়ক ভারত গোগাওয়ালের গলায় ৷ তিনি বলেন, "বিদ্রোহী সেনা বিধায়কেরা উদ্ধব ঠাকরের পদত্যাগে খুশি হননি ৷ এমনটা নয় যে, তিনি মুখ্যমন্ত্রিত্ব ছাড়ায় আমরা সবাই আনন্দ পেয়েছি ৷ আমরা এ নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করব ৷ তিনি আমাদের বোঝানোর চেষ্টা করেছিলেন ৷"

ফড়নবিশের বাড়িতে গিয়ে রাজ্য বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাটিল তাঁকে লাড্ডু খায়িয়েছেন ৷ এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ৷ গেরুয়া বিধায়ক নীতেশ রানে বলেন, "ফড়নবিশ বিধানসভায় ফিরে আসার কথা বলতেন ৷ এবার সেই সময় এসেছে ৷ তিনি আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.