ETV Bharat / bharat

Several Unnatural Death in Motihari: মোতিহারিতে মৃত্যুমিছিল, 'বিষমদের বলি' বলে অভিযোগ !

author img

By

Published : Apr 15, 2023, 3:55 PM IST

Updated : Apr 15, 2023, 8:57 PM IST

local people suspecting of poisonous liquor consumption after Several Unnatural Death recorded in Motihari of Bihar
প্রতীকী ছবি

বৃহস্পতিবার রাত থেকে এখনও পর্যন্ত বিহারের মোতিহারিতে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বিষমদ খেয়েই এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে ৷ তবে তা মানতে নারাজ প্রশাসন ৷

মোতিহারি (বিহার), 15 এপ্রিল: আবারও বিহারে বিষমদ খেয়ে মৃত্যুর অভিযোগ উঠল ৷ এবারের ঘটনাস্থল রাজ্যের পূর্ব চম্পারণ ৷ সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত এই জেলার অন্তত 22 জন বাসিন্দা বিষমদের বলি হয়েছেন ! যদিও মৃতের পরিজনেরা এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ৷ তাঁরা বিষমদ পানের বিষয়টিও অস্বীকার করছেন ৷ মৃতদের মধ্যে বাবা-ছেলেও রয়েছে বলে জানা গিয়েছে ৷ দাবি করা হচ্ছে, এই দু'জনই বিষমদের কারবার চালাতেন ৷ কিন্তু, তাঁদের মৃত্যুর পরই তড়িঘড়ি প্রশাসনের তরফে দু'জনের দেহ দাহ করে দেওয়া হয় ! যা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কেউ কেউ বলছেন, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতেই এমন পদক্ষেপ করা হয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরসিদ্ধি থানা এলাকায় মৃত্যুমিছিল শুরু হয় বৃহস্পতিবার রাত থেকে ৷ প্রথমে এই এলাকার অন্তর্গত মঠ লোহিয়ার বাসিন্দা উপরোক্ত বাবা-ছেলের মত্যু হয় চারঘণ্টার ব্য়বধানে ৷ এঁরা হলেন নবল দাস ও তাঁর ছেলে পরমেন্দ্র দাস ৷ দ্রুত তাঁদের দেহের শেষকৃত্য সম্পন্ন করা হয় ৷ ঘটনার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছেন পরমেন্দ্রর স্ত্রী ৷ এদিকে, এসবের পর একে একে আরও অনেকের মৃত্যুর খবর আসতে শুরু করে ৷ বাড়তে থাকে অসুস্থের সংখ্যা ৷ প্রশাসন ও সরকারি চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, অসুস্থতার কারণ ডায়রিয়া ৷ কিন্তু, স্থানীয় বাসিন্দারা এই তত্ত্ব মানতে নারাজ ৷ তাঁরা চাইছেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক ৷ তাতে যদি বিষমদ খেয়ে মৃত্যুর অভিযোগ প্রমাণিত হয়, তাহলে দোষী সকলের আইনানুগ কঠোর শাস্তি হোক ৷

আরও পড়ুন: বিহার বিষমদ পান করে 4 জনের মৃত্যু, গ্রেফতার 10

সরকারি চিকিৎসক অঞ্জনি কুমারকে এ নিয়ে প্রশ্ন করা হলেও বিষমদের প্রসঙ্গে এড়িয়ে গিয়েছেন তিনি ৷ তাঁর বক্তব্য, তদন্ত চলছে ৷ দেহগুলির ময়নাতদন্ত না হওয়ার পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় ৷ অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে শোনা যাচ্ছে ৷ তাঁদের মধ্য়ে দু'জনকে মুজাফ্ফরপুরের হাসপতালে 'রেফার' করা হয়েছে ৷ জেলাশাসকের দফতর সূত্রে জানানো হয়েছে, হরসিদ্ধি ছাড়াও তুরকাউলিয়া, সুগৌলি এবং পাহাড়পুরে মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ এবং মৃতের সংখ্য়া ক্রমশ বাড়ছে ৷ কী কারণে এই অঘটন, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷

Last Updated :Apr 15, 2023, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.