Lata Mangeshkar Passes Away : তারাদের দেশে পাড়ি সুরসম্রাজ্ঞীর

author img

By

Published : Feb 6, 2022, 9:51 AM IST

Updated : Feb 6, 2022, 12:06 PM IST

Lata Mangeshkar Passes Away

দেবী সরস্বতীর বিসর্জনের আগেই চলে গেলেন আমাদের সবার সরস্বতী ৷ আর অগণিত ভক্তদের জন্য রেখে গেলেন 'না যেও না, 'ও মোর ময়না গো', 'লাগ জা গালে', 'তেরে বিনা জিন্দেগী সে'-এর মায়াজালে আটকে ৷ তাঁর এইসব চিরনতুন গানের মধ্যে দিয়ে আমাদের মধ্যে রয়ে যাবেন সবার প্রিয় লতাজি (Lata Mangeshkar Passes Away) ৷

মুম্বই, 6 জানুয়ারি : প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর (Lata Mangeshkar Passes Away) ৷ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷

রবিবার হাসপাতালে দিদি লতার মৃত্যুর খবর দেন বোন উষা মঙ্গেশকর ৷ সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানান, দিদি আর আমাদের মধ্যে নেই ৷ সকালে তাঁর মৃত্যু হয়েছে ৷

92 বছর বয়সী এই কিংবদন্তি গায়িকা সামান্য উপসর্গ নিয়ে করোনা সংক্রমণের জেরে 8 জানুয়ারি থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন ৷ ডা. প্রতিত সামদানির নেতৃত্বে মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করছিলেন ৷

তবে তাঁর শরীরের সামান্য উন্নতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশন থেকে বাইরে আনা হয়েছিল ৷ কিন্তু শনিবার পুনরায় তাঁর স্বাস্থ্যের অবনতি হয় ৷ রাতভর হাসপাতালে তাঁকে দেখতে যান কাছের মানুষরা ৷ তারপর আজ সকালে তাঁর মৃত্যুর খবর দেন বোন উষা মঙ্গেশকর ৷

আরও পড়ুন : Lata Mangeshkar : না যেয়ো না...সুরেলা সফরের সমাপ্তিতে সবার কণ্ঠে সেই লতাই

Last Updated :Feb 6, 2022, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.