ETV Bharat / bharat

Opposition Meeting: চব্বিশের ভোটে বিজেপিকে হারাতে পটনায় বিরোধীদের মহাবৈঠকে মমতা ও রাহুল সহ 15 দলের নেতারা

author img

By

Published : Jun 23, 2023, 2:59 PM IST

আগামী বছর লোকসভা নির্বাচন ৷ সেই ভোটে বিজেপিকে হারাতে মরিয়া বিরোধী দলগুলি ৷ সেই নিয়ে শুক্রবার পটনায় বসেছে বিরোধীদের মহাবৈঠক ৷ সেখানে উপস্থিত রয়েছেন 15টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা ৷

Opposition Meeting
Opposition Meeting

কলকাতা, 23 জুন: পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন । বিরোধী জোটে শান দিতে তাই শুক্রবার এক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি-সহ প্রায় 15টি বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা । পটনায় নীতীশ কুমারের বাড়িতে এই বৈঠকের দিকে সেই কারণে নজর রয়েছে গোটা দেশের । বিরোধী জোটের এই মহাবৈঠকে উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত সিং মান, হেমন্ত সোরেন ও নীতীশ কুমার মোট এই ছ'জন মুখ্যমন্ত্রী । এছাড়াও রয়েছেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, শারদ পাওয়ার, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি, ওমর আবদুল্লা, উদ্ধব ঠাকরে, মেহেবুবা মুফতির মতো জাতীয়স্তরের নেতা-নেত্রীরা ।

বিজেপিকে হারানোর জন্য বিরোধী রাজনৈতিক দলগুলি মনে করছে যে তাদের এক ছাতার তলায় আসা ভীষণ জরুরি । গত দু'বছর ধরেই এই আলোচনা চলছিল ৷ কিন্তু বিরোধীদের অভ্যন্তরীণ নানা কারণে এই এক ছাতার তলায় আসার কাজটা এতদিন হয়নি । এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাজনৈতিক দলগুলি বহু জায়গায় বলেছে, আঞ্চলিক দলগুলির সঙ্গে কংগ্রেসের যে ভূমিকা তা বহু জায়গায় বিরোধীদের এক ছাতার তলায় আসার ক্ষেত্রে বাধা তৈরি করছিল ।

আরও পড়ুন: বিরোধী বৈঠকের আগেই একের বিরুদ্ধে এক নীতিতে সওয়াল মমতার

বহু ক্ষেত্রে দেখা গিয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস সেভাবে দাগ কাটতে পারেনি । সেই জায়গায় অপেক্ষাকৃত ভালো ফল করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বা এম কে স্ট্যালিনের ডিএমকে-র মতো বিভিন্ন আঞ্চলিক দলগুলি ৷ সেই জায়গা থেকেই একটা দাবি বারবার উঠছে, একের বিরুদ্ধে একপ্রার্থী দেওয়ার ক্ষেত্রে যেখানে যে শক্তিশালী, সেই দলকে সেখানে প্রার্থী দেওয়ার সুযোগ দেওয়া হোক ৷ আর বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অন্যেরা সহায়ক শক্তি হিসেবে কাজ করুক । এক্ষেত্রে ভোট কাটাকাটির বিষয়টা অনেকটাই কমে যাবে ৷ আর বিজেপিকেও পরাস্ত করা যাবে ।

বিজেপি বিরোধীদের একটি অংশের দাবি, খুব বেশি নয়, মাত্র 55টি আসনে যদি এই ফর্মুলায় লড়াই করা হয় ৷ আর বিজেপিকে হারানো যায়, তাহলেই 2024 এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো যাবে ৷ তাই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

যদিও এই বৈঠককে রাজনৈতিক পর্যটন আখ্যা দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । অন্যদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনের মতে, বিজেপি বুঝতে পেরে গিয়েছে তাদের সময় শেষ হয়ে আসছে ৷ তাই বৈঠক নিয়ে আতঙ্কিত বিজেপি ।

তবে এসবের মধ্যে এদিন 15টি রাজনৈতিক দলকে এক ছাতার তলায় এনে আলোচনায় বসা গিয়েছে, এটাও বড় সাফল্য বলে মনে করছে রাজনৈতিক মহল । যেহেতু এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গোটা দেশের চোখ এই বৈঠক থেকে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত উঠে আসে ! আদৌও কি বিজেপির বিরুদ্ধে কড়া লড়াই দিতে পারবে বিরোধীদের এই জোট !

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এখনও প্রাসঙ্গিক লালুপ্রসাদ, মন্তব্য মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.