ETV Bharat / bharat

Stabbed to Death: বিড়ি চাওয়া নিয়ে ঝামেলা, দিল্লিতে ছুরিকাহত হয়ে মৃত এক !

author img

By

Published : Jul 19, 2023, 8:43 PM IST

বিড়ি চাওয়ায় বকাঝকা করায় রাগে বশে ব্যক্তিকে হত্যা শ্রমিকের ! ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Labourer Stabs Man to Death
দিল্লিতে শ্রমিকের ছুরিকাঘাতে মৃত্যু ব্যক্তির

নয়াদিল্লি, 19 জুলাই: বিড়ি চাওয়া নিয়ে ঝামেলার জেরে প্রাণ গেল ব্যক্তির ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায় ৷ গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম সত্যবান ৷ তিনি শাহবাদ ডেয়ারির বাসিন্দা । তিনি একটি কাঠের দোকানে কাজ করতেন বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, নিহত সঞ্জয় মিশ্র (35) ব্যক্তির কাছে বিড়ি চেয়েছিলেন ওই শ্রমিক ৷ কিন্তু বিড়ি না-দিয়ে উলটে তাঁকে বকাঝকা করে সে ৷ সেখানেই শেষ নয় ৷ অভিযোগ, এরপর তাঁকে ছুরি কোপান ওই শ্রমিক ৷ মঙ্গলবার সকাল 9টার দিকে ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ যখন মহাদেব চকের কাছে একটি ফাঁকা জায়গায় এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় ৷ ওই ব্যক্তির দেহ গুরুতর জখম অবস্থায় মেলে ৷ পুলিশকে ফোন করে খবর দেয় স্থানীয়রা ৷ এরপর পুলিশ এসে দেহ নিয়ে যায় ৷ প্রাথমিকভাবে দেখে পুলিশ ছুরিকাঘাত করা হয়েছে ওই ব্যক্তিকে বলেই অনুমান করেন ।

ডেপুটি পুলিশ কমিশনার (আউটার নর্থ) রবি কুমার সিং জানান, ঘটনাস্থলে পৌঁছে পুলিশের একটি দল দেহ উদ্ধার করে । শরীরে পাঁচটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে । পরে ওই ব্যক্তিকে সনাক্ত করা হয় ৷ নাম সঞ্জয় মিশ্র (35) ৷ তিনি শাহবাদ ডেইরির বাসিন্দা । শাহবাদ ডেয়ারি থানায় ভারতীয় দণ্ডবিধির 302 (হত্যা) ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে খবর ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷

আরও পড়ুন: 7 মাসের শিশু-সহ একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা ! আগুন বাড়িতে

প্রথমে গোপন তথ্যের ভিত্তিতে সত্যবানকে আটক করা হয় ৷ পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ সেসময় অভিযুক্ত পুলিশকে জানান, সোমবার রাতে তিনি মহাদেব চকের কাছে খালি রাস্তা দিয়ে যাচ্ছিলেন ৷ যেখানে তিনি সঞ্জয়কে তাঁর বন্ধুর সঙ্গে দেখেছিলেন । সত্যবান তাঁদের কাছে বিড়ি চেয়েছিলেন ৷ কিন্তু তারা তাঁকে বিড়ি দেননি ৷ বরং দু'জন তাঁকে তিরস্কার করেন ৷ এরপরেই অভিযুক্ত তাঁদের ছুরিকাঘাত করে বলে জানান ৷ এই হামলায় সঞ্জয়ের মৃত্যু হয় ৷ তাঁর বন্ধুর সামান্য আঘাত লেগেছে ৷ এমনটাই পুলিশ জানিয়েছে । অভিযুক্তের কাছ থেকে একটি ছুরি উদ্ধার হয়েছে ৷ সেটি দিয়েই সত্যবান সঞ্জয় মিশ্রকে কুপিয়ে হত্যা করে বলে মনে করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.