ETV Bharat / bharat

Tripura By-poll Result: ত্রিপুরায় ঘাসফুল ফুটবেই, তেইশের নির্বাচন নিয়ে আশাবাদী কুণাল

author img

By

Published : Jun 26, 2022, 6:15 PM IST

kunal ghosh reaction on Tripura Bypoll Result
Tripura By-poll Result: ত্রিপুরায় ঘাসফুল ফুটবেই, তেইশের নির্বাচন নিয়ে আশাবাদী কুণাল

ত্রিপুরায় দলের ভরাডুবির (Tripura By-poll Result) পরও চিন্তিত নন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ তাঁর দাবি, তেইশের বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াবে দল ৷

কলকাতা ও আগরতলা, 26 জুন: ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত (Tripura By-poll Result) হয়েছে রবিবার ৷ তাতে আশানুরূপ ফল তো হয়নি বরং প্রত্যেকটি আসনেই চতুর্থ স্থান পেয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ কিন্তু এই ফলাফলে তৃণমূল কংগ্রেস হতাশ নয় বলেই দাবি করেছেন দলের নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ উপরন্তু তাঁর দাবি, তেইশের বিধানসভা নির্বাচনকে 'পাখির চোখ' করে আরও পরিশ্রম করবে ত্রিপুরা তৃণমূল (Tripura TMC) ৷ কুণালের বক্তব্য, আগামী দিনে ত্রিপুরায় বিকল্প সরকার গঠনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসই নেতৃত্ব দেবে ৷ এবারের হারের জন্য বাম-কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি-র সঙ্গে গোপন বোঝাপড়ারও অভিযোগ করেছেন কুণাল ৷

ত্রিপুরা উপনির্বাচনে দলের ভরাডুবির ব্যাখ্য়া করতে গিয়ে কুণাল বলেছেন, খুব অল্প সময়ে সীমিত শক্তি নিয়েই ত্রিপুরায় সংগঠন গড়ার কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস ৷ সে রাজ্যের মানুষ ইতিমধ্যেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দলকে স্বাগত জানিয়েছে ৷ তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ছাপ্পা ভোট আর সন্ত্রাসের জোরেই উপনির্বাচনে তিনটি আসনে জিতেছে বিজেপি ৷

ত্রিপুরায় আরও কঠিন লড়াইয়ের বার্তা কুণাল ঘোষের ৷

আরও পড়ুন: Tripura By-poll Result: সুদীপ জিততেই আগরতলার কংগ্রেস অফিসে হামলা, মাথা ফাটল সভাপতির; কাঠগড়ায় বিজেপি

কুণালের দাবি, ইতিমধ্যেই ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে ৷ তাতেই ভয় পেয়েছে অন্যরা ৷ তৃণমূলকে ঠেকাতে বিজেপি অশান্তি ছড়িয়েছে ৷ আর বাম-কংগ্রেস পিছন থেকে হাতে হাত মিলিয়ে বিজেপি-কে সমর্থন করেছে ৷ সেই কারণেই তৃণমূলের ফল খারাপ হয়েছে বলে মনে করেন কুণাল ৷ তবে, আগামী দিনে ছবিটা বদলে যাবে বলেই আশা করেছেন তিনি ৷

অন্যদিকে, ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিকের (Subal Bhowmik) বক্তব্য হল, ত্রিপুরার মানুষ অত্যন্ত সচেতন ৷ তাঁরা ভোট ভাগের নীতিতে বিশ্বাস করেন না ৷ কিন্তু, তাঁরা জানতেন যে উপনির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তাতে সরকার বদলে যাবে না ৷ তাহলে কি এই কারণেই তিনটি কেন্দ্রে ভোটাররা বিজেপি-কে জিতিয়েছেন ? এর কোনও স্পষ্ট উত্তর সুবলের কথায় পাওয়া যায়নি ৷ তবে, কুণাল ঘোষের মতো তিনিও মনে করেন, আগামী দিনে মানুষের রায়ের অভিমুখ বদলাবে ৷ পরবর্তী বিধানসভা নির্বাচনে ত্রিপুরার মাটিতে ঘাসফুল ফুটবে বলেই আশাপ্রকাশ করেছেন সুবল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.