ETV Bharat / bharat

Tripura By-poll Result: সুদীপ জিততেই আগরতলার কংগ্রেস অফিসে হামলা, মাথা ফাটল সভাপতির; কাঠগড়ায় বিজেপি

author img

By

Published : Jun 26, 2022, 3:53 PM IST

Updated : Jun 26, 2022, 4:10 PM IST

ত্রিপুরা উপনির্বাচনের ফল প্রকাশ (Tripura By-poll Result) হতেই অশান্ত আগরতলা (Agartala) ৷ কংগ্রেসের কার্যালয়ে হামলার অভিযোগ ৷ আহত প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা (Birajit Sinha) ৷ কাঠগড়ায় বিজেপি ৷

congress president Birajit Sinha being attacked in Agartala after Tripura By poll Result
Tripura By-poll Result: আগরতলায় মাথা ফাটল কংগ্রেস নেতার, বিজেপি-র বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ

আগরতলা, 26 জুন: ত্রিপুরা উপনির্বাচনের ফল প্রকাশ (Tripura By-poll Result) হতেই শুরু হল অশান্তি ৷ আগরতলায় (Agartala) দলীয় কার্যালয়েই আক্রান্ত হলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা (Birajit Sinha) ৷ কংগ্রেসের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাদের কার্যালয়ে হামলা চালিয়েছে ৷ তাতেই মাথা ফেটে যায় প্রবীণ কংগ্রেস নেতার ৷ টুইটারে আহত নেতার ছবিও প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷

উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরার চারটি বিধানসভা আসনে উপনির্বাচন (Tripura By-poll 2022) অনুষ্ঠিত হয় ৷ রবিবার ছিল ফলপ্রকাশের দিন ৷ তাতে দেখা যায়, আগরতলা বাদে বাকি তিনটি আসনেই (সুরমা, টাউন বড়দোয়ালি এবং যুবরাজনগর) জয়ী হয় বিজেপি ৷ আগরতলায় জয়ী হন কংগ্রেস প্রার্থী সুদীপ রায়বর্মন (Sudip Roy Barman) ৷ তাঁর দলের অভিযোগ, তাদের এই জয় মানতে পারছে না বিজেপি ৷ সেই কারণেই এ ভাবে হামলা চালানো হয়েছে ৷ টুইটারে তাদের অভিযোগ, ছাপ্পা ভোটেই জয়ী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী (টাউন বড়দোয়ালি আসনে) মানিক সাহা (Manik Saha) ৷

আরও পড়ুন: Tripura By-poll Result: ত্রিপুরায় ফোটেনি ঘাস-ফুল, জীবনের প্রথম ভোটে জয়ী মুখ্যমন্ত্রী মানিক

প্রসঙ্গত, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে ঝামেলার জেরেই বিজেপি ছেড়ে কংগ্রেসে ফেরেন সুদীপ রায়বর্মন ৷ এবারের বিধানসভা উপনির্বাচনে তিনিই ছিলেন কংগ্রেসের বড় বাজি ৷ সেই বাজি জিতে যায় কংগ্রেস ৷ আগরতলায় জয়ী হন সুদীপ ৷ মুখ্যমন্ত্রী মানিক সাহা তাঁকে এই জয়ের জন্য অভিনন্দনও জানান ৷ কিন্তু, তারপরই কংগ্রেসের কার্যালয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ একদল দুষ্কৃতী কার্যালয়ের ভিতর ঢুকে যায় ৷ কার্যালয়ের আসবাব ভাঙচুর করে তারা ৷ সেখানে উপস্থিত কংগ্রেসের নেতা ও কর্মীদের মারধর করে ৷ তাতেই জখম হন বীরজিৎ ৷ তাঁর মাথা ফেটে রক্ত ঝরতে থাকে ৷ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই হামলার জন্য বিজেপি-কে কাঠগড়ায় তুললেও তারা এই অভিযোগ অস্বীকার করেছে ৷

Last Updated :Jun 26, 2022, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.