ETV Bharat / bharat

ICC World Cup 2023: হার্দিকের অনুপস্থিতিতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে রোহিতের ডেপুটি রাহুল

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 4:33 PM IST

Updated : Nov 4, 2023, 6:33 PM IST

ICC World Cup 2023
চলতি বিশ্বকাপে রোহিতের ডেপুটির দায়িত্বে কেএল রাহুল

চলতি বিশ্বকাপের বাকি ম্যাচগুলির জন্য় সহ-অধিনায়ক হলেন কেএল রাহুল ৷ বাংলাদেশের বিরুদ্ধে বল করতে গিয়ে গোড়ালিতে চোট পাওয়া হার্দিক পান্ডিয়া শনিবারই বিশ্বকাপ থেকে ছিটকে যান ৷ শনিবার বোর্ডের এক সুত্র ইটিভি ভারত-কে জানিয়েছে, হার্দিকের অনুপস্থিতিতে রোহিত শর্মার ডেপুটি করা হয়েছে রাহুলকে ৷

হায়দরাবাদ, 4 নভেম্বর: চোটের জেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ শনিবার সকালে এমনই এক দুঃসংবাদ শুনে ঘুম ভেঙেছিল ক্রীড়াপ্রেমীদের ৷ আশঙ্কা ছিলই ৷ গোড়ালির চোটে ভারতের শেষ কয়েকটি ম্যাচের বাইরে থাকার পর রি-হ্যাবের জন্য তাঁকে পাঠানো হয়েছিল এনসিএ-তে ৷ তারপর থেকেই বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে হার্দিকের খেলার সম্ভাবনা ক্রমশ কমছিল ৷ অবশেষে এদিন বোর্ডের তরফে বিশ্বকাপ থেকে হার্দিকের ছিটকে যাওয়ার কথা জানানো হয় ৷ একই সঙ্গে হার্দিকের অনুপস্থতিতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলির জন্য় সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় কেএল রাহুলকে ৷ যদিও বিসিসিআই অফিসিয়াল কোনও ঘোষণা করেনি ৷

বিসিসিআইয়ের ঘনিষ্ঠ এক সূত্র শনিবার ইটিভি ভারতকে জানিয়েছে, সকালে হার্দিকের দল থেকে বাদ পড়ার খবর সামনে আসার পরেই কেএল রাহুলের সঙ্গে এ বিষয়ে কথা বলা হয়েছে ৷ সূত্রের দাবি, "এমনকী জসপ্রীত বুমরার নামও আলোচনায় উঠে এসেছিল ৷ তবে রাহুল যেহেতু কিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন এবং খেলা সম্পর্কে তাঁর ধারণাও বেশ স্বচ্ছ তাই তাঁকেই বেছে নেওয়া হয়েছে ৷" চলতি বিশ্বকাপের আগে রাহুলের সরাসরি চোট সারিয়ে দলে ফেরা নিয়েও বেশ বিতর্ক তৈরি হয়েছিল ৷ অনেকেই এই নির্বাচন নিয়ে আঙুল তুলেছিলেন ৷ তবে দলে ফিরেই নিজেকে প্রমাণ করেন রাহুল ৷

চলতি বিশ্বকাপেও তিনি রয়েছেন দারুণ ফর্মে ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে দলের হয়ে গুরুত্বপূর্ণ 97 রান করেন তিনি ৷ এছাড়া বাকি ম্যাচগুলিতেও যখনই সুযোগ এসেছে দলের হয়ে দায়িত্ব পালন করেছেন রাহুল ৷ কখনও ব্যাট হাতে রান করেছেন আবার কখনও কিপিং গ্লাভস হাতে দলকে সাহায্য করেছেন ৷ এবার কাঁধে আসতে চলেছে আরও একটি নতুন দায়িত্ব ৷

আরও পড়ুন: পাকিস্তানের দুঃস্বপ্ন ফিরল চিন্নস্বামীতে! রাচিন-উইলিয়ামসনের তাণ্ডবে বিধ্বস্ত বাবররা

হার্দিকের অনুপস্থিতিতে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা ৷ এই ডানহাতি মিডিয়াম পেসার যদিও ব্যাটিংয়ে হার্দিকের মতো দলকে সাহায্য করতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ তবে ভারতীয় দলকে হার্দিকের না থাকা এখনও পর্যন্ত খুব বেশি ভোগায়নি ৷ বরং, যথাযথভাবে এই সুযোগ কাজে লাগিয়েছেন মহম্মদ শামি ৷

Last Updated :Nov 4, 2023, 6:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.