LGBT couple ties knot on Valentine's Day: প্রেম দিবসে বিবাহবন্ধনে সমপ্রেমী যুগল, আইনি স্বীকৃতি পেতে দ্বারস্থ আদালতের

author img

By

Published : Feb 14, 2022, 6:34 PM IST

Kerala LGBT couple ties knot on Valentine's Day, to move court to get marriage registered

প্রেম দিবসে বিবাহবন্ধনে (transgender marriage) আবদ্ধ হলেন কেরালার সমপ্রেমী যুগল (LGBT couple ties knot on Valentine's Day)৷ বিয়ের আইনি স্বীকৃতি পেতে তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন (Kerala LGBT couple ties knot)৷

তিরুবনন্তপুরম, 14 ফেব্রুয়ারি: বাতাসে বহিছে প্রেম ৷ আজ 1 ফাল্গুন ৷ বসন্ত এসে গেছে ৷ আজই আবার ভালোবাসার দিন ৷ আর এই বিশেষ দিনেই ভালোবাসার রামধনুতে ভর করে সাত পাকে বাঁধা পড়লেন এক রূপান্তরকামী দম্পতি (LGBT couple ties knot on Valentine's Day)৷ আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবকে সাক্ষী রেখে চার হাত এক হল সমপ্রেমী দুটি মানুষের ৷ এ বার পালা এই বিয়ের আইনি স্বীকৃতির ৷

তিরুবনন্তপুরমের ইদাপাঝানজির অলকাপুরী অডিটোরিয়ামে হল বিয়ের অনুষ্ঠান (Kerala LGBT couple ties knot)৷ যাবতীয় প্রথা মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন শ্যামা এস প্রভা ও মনু কার্তিকা ৷ দুজনেই রূপান্তরকামী মহিলা ৷ বন্ধুত্ব প্রায় 10 বছরের ৷ বছর পাঁচেক আগেই তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন ৷ তবে তার আগে তাঁরা সেক্স চেঞ্জ সার্জারি করান ৷ এরপর যাবতীয় প্রস্তুতি সেরে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিনে বিয়েটা সেরে ফেললেন সমপ্রেমী দম্পতি ৷

আরও পড়ুন: Rights of transgender in prisons: জেলে বন্দি রূপান্তরকামীদের অধিকার সুরক্ষিত রাখতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

তবে শুধু সামাজিক বিয়েই নয়, তাঁরা চান আইনিভাবে স্বীকৃত শুভপরিণয় (transgender marriage)৷ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করতে আগ্রহী এই দম্পতি ৷ এ জন্য তাঁরা কেরালা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ মনুর কথায়, "যে রূপান্তরকামী দম্পতির পরিচয়পত্রে পুরুষ বা মহিলা হিসেবে লেখা থাকে, তাঁরা স্পেশাল ম্যারজ অ্যাক্টে বিয়ে নথিভুক্ত করতে পারেন ৷ তবে আমরা আমাদের পরিচয়পত্র অনুযায়ী ট্রান্সজেন্ডার হিসেবে স্বীকৃত ৷ সেই কারণে আমরা এই আইনে বিয়েটা নথিভুক্ত করতে পারছি না ৷ তাই আদালতের দ্বারস্থ হওয়া ৷" এ জন্য সরকারের কাছেও আবেদন জানিয়েছেন নবদম্পতি ৷ তাঁদের এই বিয়ে মাইলফলক হয়ে থাকবে বলে ভেবে দারুণ খুশি সমপ্রেমী যুগল ৷

আরও পড়ুন: রূপান্তরকামীদের টিকাকরণে বিশেষ ব্যবস্থা অসমে, দেশে প্রথম

মনু কার্তিকা টেকনোপার্কের সিনিয়র এইচআর এক্সিকিউটিভ ৷ আর শ্যামা কেরালা সরকারের সমাজ কল্যাণ দফতরের ট্রান্সজেন্ডার সেলের প্রজেক্ট কো-অর্ডিনেটর ৷ তাঁদের আগামী জীবন সুখের হোক, সমাজের ছুৎমার্গ দূর করতে তাঁরা হয়ে উঠুক পথ প্রদর্শক, এটাই প্রার্থনা তাঁর আত্মীয় ও বন্ধুবান্ধবদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.