ETV Bharat / bharat

Kashmir Harshest Winter Begins: শীতলতম মরশুম 'চিল্লা-ই-কালান' শুরু হল ভূস্বর্গে

author img

By

Published : Dec 21, 2022, 2:31 PM IST

Updated : Dec 21, 2022, 3:23 PM IST

Winter in Kashmir ETV Bharat
শীতের কাশ্মীরের ছবি

কঠোরতম শীতের মরশুম 'চিল্লা-ই-কালান' (Chilla-i-Kalan) শুরু হল জম্মু ও কাশ্মীরে (Kashmir Harshest Winter Begins)৷ বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে গিয়েছে (Jammu and Kashmir News)৷

শ্রীনগর, 21 ডিসেম্বর: উৎসবের মরশুম শুরুর আগেই হাড়হিম ঠান্ডার কাঁপছে ভূস্বর্গ ৷ কাশ্মীরে (Jammu and Kashmir News) শুরু হয়ে গেল শীতলতম মরশুম ৷ যা 'চিল্লা-ই-কালান' (Chilla-i-Kalan) নামে পরিচিত ৷ বুধবার পহেলগাম-সহ অনেক জায়গায় হিমাঙ্কের অনেক নীচে নেমে যায় তাপমাত্রার পারদ ৷ আধিকারিকদের মতে, সর্বনিম্ন রাতের তাপমাত্রা মাইনাস 6.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে (Winter in Kashmir)।

কাশ্মীরের বেশ কয়েকটি জায়গা এখনও পর্যন্ত মরশুমের শীতলতম রাতের সাক্ষী হয়েছে । ডাল লেক-সহ বিভিন্ন জলাশয়ের প্রান্তগুলি বরফে পরিণত হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ শ্রীনগরে গতকাল রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস 4.2 ডিগ্রি সেলসিয়াস ৷ উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার গুলমার্গের বিখ্যাত স্কি রিসর্টে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস 4.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । উত্তর কাশ্মীরের কুপওয়ারার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস 4.4 ডিগ্রি সেলসিয়াস, কাজিগুন্ডে মাইনাস 4.2 ডিগ্রি সেলসিয়াস এবং কোকেরনাগে মাইনাস 2.4 ডিগ্রি সেলসিয়াস । আবহাওয়া দফতর জানিয়েছে, 24 ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে বেশিরভাগ এলাকা শুষ্কই থাকার সম্ভাবনা রয়েছে ৷ বড়দিনের আশপাশে কাশ্মীরের কিছু অংশে বৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস রয়েছে ৷

Winter in Kashmir ETV Bharat
শীতের কাশ্মীরের ছবি

আরও পড়ুন: উপত্যকায় ভারী তুষারপাত, বাড়ছে পর্যটকদের ভিড়

টানা 40 দিন ধরে কাশ্মীরে শৈত্যপ্রবাহ চললে এবং তাপমাত্রা ক্রমে আরও হ্রাস পেলে সেই অবস্থাকে ভূস্বর্গে বলা হয় 'চিল্লা-ই-কালান' ৷ অর্থাৎ সেটাই সেখানকার সবচেয়ে শীতল মরশুম ৷ এই সময়ের মধ্যে তুষারপাতের সর্বাধিক সম্ভাবনা থাকে এবং বেশিরভাগ এলাকায়, বিশেষ করে উচ্চতর অঞ্চলগুলিতে ভারী তুষারপাতের সাক্ষী থাকে জম্মু ও কাশ্মীর ৷ 'চিল্লা-ই-কালান' শেষ হয় 30 জানুয়ারি ৷ তবে তারপরেও কাশ্মীরে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকে ৷ পরের প্রায় 20 দিন কাশ্মীরে চলে চিল্লা-ই-খুর্দ (ছোট শীত) এবং তারপরের 10 দিন থাকে চিল্লা-ই-বাচ্চা (শিশু শীত)৷

Last Updated :Dec 21, 2022, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.