ETV Bharat / bharat

Kapil Sibal Questions Rijiju: রিজিজুর মন্তব্য কি বিচার বিভাগের শক্তি বৃদ্ধির জন্য, প্রশ্ন তুললেন সিব্বল

author img

By

Published : Jan 24, 2023, 2:11 PM IST

বিচার বিভাগকে দুর্বল করার জন্য মোদি সরকার (Modi Government) কোনও পদক্ষেপ করেনি ৷ কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পালটা প্রশ্ন তুললেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ কপিল সিব্বল ৷ তাঁর প্রশ্ন, রিজিজুর মন্তব্য কি বিচার বিভাগের শক্তি বৃদ্ধির জন্য ছিল ৷

Kapil Sibal Questions Rijiju
Kapil Sibal Questions Rijiju

নয়াদিল্লি, 24 জানুয়ারি: রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল (Rajya Sabha MP Kapil Sibal) মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর (Union Law Minister Kiren Rijiju) সমালোচনায় সরব হয়েছেন ৷ সম্প্রতি রিজিজু দাবি করেছিলেন যে সরকার বিচার বিভাগকে (Judiciary) দুর্বল করার জন্য একটি পদক্ষেপও করেনি ৷ সেই নিয়েই রিজিজুর সমালোচনায় সরব হয়েছে কংগ্রেসের (Congress) প্রাক্তনী ৷ তাঁর প্রশ্ন, রিজিজুর ওই বিতর্কিত মন্তব্য বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ছিল ৷

রিজিজু বলেছিলেন যে সরকার এবং বিচার বিভাগের মধ্যে মতভেদ থাকতে পারে ৷ তবে এর অর্থ এই নয় যে দু’পক্ষ একে অপরকে আক্রমণ করছে ৷ একটি ‘মহাভারত’ চলছে । প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে দিল্লির তিস হাজারি আদালত কমপ্লেক্সে এক সমাবেশে ভাষণ দিয়ে রিজিজু বলেন, ‘‘মোদি সরকার বিচার বিভাগকে দুর্বল করার জন্য একটি পদক্ষেপও করেনি ।’’ সোমবার তিনি ওই মন্তব্য করেছিলেন ৷ তার পরই মঙ্গলবার এই নিয়ে পালটা মন্তব্য করেন কপিল সিব্বল ৷

এই নিয়ে একটি টুইট করেছেন সিব্বল ৷ সেখানে তিনি লেখেন, "রিজিজু: আরেকটি রত্ন । মোদি সরকার বিচার বিভাগকে দুর্বল করার জন্য একটি পদক্ষেপও করেনি... ৷ আপনার (রিজিজু) সমস্ত বিতর্কিত বক্তব্য কি বিচার বিভাগকে শক্তিশালী করার উদ্দেশ্যে ?" এর পর বর্ষীয়ান এই আইনজীবী টুইটারে লেখেন, "আপনি এটা বিশ্বাস করতে পারেন ৷ আমরা আইনজীবীরা বিশ্বাস করি না ৷"

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী ৷ সেই ভিডিয়োটি দিল্লি হাইকোর্টের (Delhi High Court) অবসরপ্রাপ্ত বিচারপতি আরএস সোধির একটি সাক্ষাৎকারের ৷ সেখানে বিচারপতি জানান, হাইকোর্টগুলি সুপ্রিম কোর্টের অধীনস্থ নয় ৷ বিচার বিভাগীয় নিয়োগের বর্তমান ব্যবস্থা এমন যে হাইকোর্টের বিচারকরা নিজেকে সুপ্রিম কোর্টের অধীন মনে করতে শুরু করেন । কলেজিয়াম ব্যবস্থার ত্রুটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই কথা বলেন ৷

সেই ভিডিয়ো শেয়ার করে রিজিজু লেখেন, "একজন বিচারকের কণ্ঠস্বর... ভারতীয় গণতন্ত্রের আসল সৌন্দর্য - এর সাফল্য । জনগণ তাঁদের প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের শাসন করেন । নির্বাচিত প্রতিনিধিরা জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করেন এবং আইন প্রণয়ন করেন । আমাদের বিচার বিভাগ স্বাধীন এবং আমাদের সংবিধান সর্বোচ্চ ৷"

আইনমন্ত্রীর আরও দাবি করেছিলেন, ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের কলেজিয়াম ব্যবস্থা সম্পর্কে একই রকম মত । বিচার বিভাগের প্রতি একপ্রকার আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, "শুধুমাত্র সেই লোকেরা যাঁরা সংবিধানের বিধান এবং জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করেন, তাঁরা মনে করে যে তাঁর নিজেরা ভারতের সংবিধানের ঊর্ধ্বে ৷"

আরও পড়ুন: 'সংবিধানকে হাইজ্যাক করেছে সুপ্রিম কোর্ট', বিচার বিভাগ নিয়ে দ্বন্দ্ব উসকে বিচারপতির মত শেয়ার রিজিজুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.