ETV Bharat / bharat

Man marries Pakistani woman online: কাঁটাতার না পেরিয়েই পাকিস্তানের মেয়েকে বিয়ে যোধপুরের আরবাজের !

author img

By

Published : Aug 4, 2023, 6:30 PM IST

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন যোধপুরের বাসিন্দা আরবাজ ও পাকিস্তানের করাচির বাসিন্দা আমিনা ৷ ধুমধাম করে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে এই বিয়ে ৷ খবর সামনে আসতেই শুভেচ্ছা নেটিজেনদের ৷

Man marries Pakistani woman online
ভারতে থেকে অনলাইনে বিয়ে পাকিস্তানের মেয়েকে

হায়দরাবাদ, 4 অগস্ট: 'সে যে মানে না মানা..' লোহার কাঁটাতারও আটকাতে পারে না ভালোবাসাকে ৷ দুটি মানুষের মনের মিলন যে দু-প্রান্তে থেকেও সম্ভব, তাই প্রমাণ করে দেখালেন আরবাজ ও আমিনা ৷ রাজস্থানের আরবাজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিয়ে করলেন পাকিস্তানের বাসিন্দা আমিনাকে ৷

দেশের বেড়াজাল টপকে ভালোবাসার টান কেমন হয়, তা দেখিয়েছেন সীমা হায়দার ও অঞ্জু ৷ একজন মনের মানুষের জন্য পাকিস্তান থেকে ভারতে এসেছেন, অপরজন ভারত থেকে পাকিস্তানে গিয়েছেন ৷ তবে আরবাজ ও আমিনার ঘটনা সামনে আসতে নেটিজেনরা মুগ্ধ ৷ রাজস্থানের যোধপুরের বাসিন্দা, পেশায় ভিডিয়ো এডিটর মহম্মদ আরবাজ অনলাইন বিয়ে সেরেছেন পাকিস্তানের করাচির বাসিন্দা আমিনাকে ৷ বুধবার রাতে ভার্চুয়ালি বিয়ের সাক্ষী ছিলেন তাঁদের পরিবার ও বন্ধুরা ৷
শুধু তাই নয়, বিয়ের আয়োজনে রাখা হয়নি কোনও রকম খামতি ৷ সকলেই সুন্দর সেজেগুজে উপস্থিত হয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ৷ বর-কনের বিয়ে দিতে উপস্থিত ছিলেন কাজিও ৷ তিনি অনলাইনেই বর-বধূকে সাক্ষী রেখেন পড়েন 'নিকহানামা' ৷ এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বরের বাবা মহম্মদ আফজল বলেন, "আমাদের আত্মীয় রয়েছেন পাকিস্তানে ৷ তাঁরাই এই বিয়েটা ঠিক করেছেন ৷ এমনকী, আমার বড় ছেলের বৌ-ও পাকিস্তানের ৷ ছোটছেলের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ ৷ আমাদের নতুন পুত্রবধূ এবার ভারতের আসার জন্য ভিসার অ্যাপ্লাই করতে পারেন ৷ কারণ এবার তাঁর কাছে বিয়ের সার্টিফিকেট থাকছে অর্থাৎ নিকাহনামা ৷"

তিনি আরও বলেন, "আসলে আমরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বিয়েটা সেরেছি, কারণ পাকিস্তানি বিয়ে ভারতে বৈধ নয় ৷ এখন আমিনা অনায়াসে ভারতে ভিসা নিয়ে আসতে পারবে ৷ আমরা এই অনলাইন বিয়েতে খুশি ৷ পাশাপাশি, এই রকম ভাবে বিয়ে হওয়ার ফলে, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বিয়ের খরচ অনেকটাই কমানো সম্ভব হয়েছে ৷ এই ধরণের বিয়ে ভারত ও পাকিস্তানের বন্ধুত্বের সম্পর্কের অন্যতম উদাহরণ ৷"

পাত্র আরবাজ বলেন, "আমাদের পাকিস্তানে যে আত্মীয় থাকেন, তিনি আমাদের বিয়ে ঠিক করেছেন ৷ বিয়ে করার জন্য পাকিস্তানে যাওয়ার থেকে আমাদের মনে হয়েছে, অনলাইন বিয়েটা সেরে ফেলা ভালো ৷ যদি আমরা পাকিস্তানে গিয়ে বিয়ে করতাম, তাহলে ভারতে এসে আবার বিয়ে করতে হত ৷ এখন আমার স্ত্রী আমিন ভিসা অনায়াসে পেয়ে যাবে বিয়ের সার্টিফিকেট দেখিয়ে ৷"

আরও পড়ুন: ছ'বছরের ছোট প্রেমিকের টানে পাকিস্তান ছুটলেন বিবাহিত মহিলা

প্রসঙ্গত, মে মাসের শুরুতেও একজন পাকিস্তানি মহিলার সঙ্গে বিয়ে হয়েছিলে যোধপুরের এক বাসিন্দার ৷ তিনি শ্বশুরবাড়ি আসেন ওয়াঘা সীমান্ত পেরিয়ে প্রায় ছয়মাস পর ৷ এবার আমিনাও আসতে চলেছে ভারতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.