ETV Bharat / bharat

Woman Teacher Shot Dead in Kashmir: কুলগামে শিক্ষিকাকে গুলি করে হত্যা জঙ্গিদের

author img

By

Published : May 31, 2022, 3:06 PM IST

Jammu and Kashmir: Woman Teacher Shot Dead By Terrorists In Kulgam
কুলগামে শিক্ষিকাকে গুলি করে হত্যা জঙ্গিদের

জম্মু ও কাশ্মীরের কুলগামে শিক্ষিকাকে গুলি করে হত্যা করল জঙ্গিরা (Woman Teacher Shot Dead in Kashmir)৷ গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে বাহিনী ৷

কুলগাম, 31 মে: জম্মু ও কাশ্মীরে ফের নিশানায় সংখ্যালঘুরা (Jammu and Kashmir news)৷ কুলগামে গুলি করে হত্যা করা হল একটি হিন্দু স্কুলের শিক্ষিকাকে ৷ 36 বছরের রজনী বালা জম্মুর সাম্বার বাসিন্দা ৷ গোপালপোরা এলাকায় জঙ্গিদের গুলিতে জখম শিক্ষিকাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি ৷ ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ যে জঙ্গিরা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে, যত দ্রুত সম্ভব তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ (Woman Teacher Shot Dead in Kashmir)৷

গোপালপোরা এলাকার একটি হাইস্কুলে এই ঘটনাটি ঘটে ৷ গোটা এলাকা ঘিরে রেখেছে বাহিনী ৷

ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লাহ এই ঘটনাকে জঘন্য অপরাধ বলে উল্লেখ করেছেন (Woman Teacher Shot Dead By Terrorists)৷ তিনি বলেন, "জম্মু প্রদেশের সাম্বা জেলার বাসিন্দা ছিলেন রজনী ৷ জঘন্য আক্রমণে প্রাণ গিয়েছে দক্ষিণ কাশ্মীরের কুলগাম এলাকার সরকারি স্কুলের শিক্ষিকার ৷ তাঁর স্বামী রাজ কুমার ও তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ হিংসার দ্বারা আরও একটি পরিবারের অপূরণীয় ক্ষতি হল ৷" আবদুল্লার কথায়, "নিরস্ত্র নাগরিকদের উপর সাম্প্রতিক হামলার ঘটনার তালিকায় এটা আরও একটা সংযোজন ৷"

আরও পড়ুন: J-K Kupwara Encounter : কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা, এনকাউন্টারে মৃত 3 লস্কর-ই-তইবা জঙ্গি

সম্প্রতি কাশ্মীরের বদগাম জেলায় সরকারি কর্মী রাহুল ভাটকে তাঁর অফিসের মধ্যে গুলি করে হত্যা করে জঙ্গিরা ৷ তাঁর মৃত্যুর পর ওই এলাকায় বিক্ষোভ দেখানো হয় ৷ চাদুরা শহরে তেহশিল অফিসের মধ্যেই হত্যা করা হয়কে রাহুলকে ৷ 2010-11 সালে শরণার্থীদের জন্য স্পেশাল কর্মসংস্থানের প্যাকেজের আওতায় কেরানির চাকরিতে নিযুক্ত হয়েছিলেন তিনি ৷

কিছুদিন আগেই 35 বছরের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমরীন ভাটকেও বদগামে হত্যা করে জঙ্গিরা ৷ তাঁর 10 বছরের ভাইপোও সেই ঘটনায় জখম হয়েছিল ৷ চলতি মাসে কাশ্মীরে এ ধরনের হত্যার ঘটনা সাতটা ঘটল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.