ETV Bharat / bharat

India-Israel : 'ইজ়রায়েলে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি', মোদিকে দলে নিতে চান ইজ়রায়েলি প্রধানমন্ত্রী

author img

By

Published : Nov 3, 2021, 10:39 AM IST

Updated : Nov 3, 2021, 10:58 AM IST

ইজ়রায়েলে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি (Most Popular Man In Israel) নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ বললেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী (Israel PM) নাফতালি বেনেট ৷ সিওপি26 (COP26)-এর ফাঁকে বৈঠক করলেন মোদি ও বেনেট ৷

"Join My Party": Israel PM To "Most Popular Man In Israel" PM Narendra Modi
'ইজরায়েলে সবচেয়ে জনপ্রিয় মোদি'কে নিজের দলে নিতে চান ইজরায়েলি প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, 3 নভেম্বর : ইজ়রায়েলে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি (Most Popular Man In Israel) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ বললেন সে দেশের প্রধানমন্ত্রী (Israel PM) নাফতালি বেনেটের ৷ গ্লাসগোয় পরিবেশ সংক্রান্ত শীর্ষ সম্মেলন সিওপি26 (COP26)-এর ব্যস্ত সূচির ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন দুই প্রধানমন্ত্রী ৷ মোদির প্রশংসায় পঞ্চমুখ বেনেট রসিকতা করে ভারতীয় প্রধানমন্ত্রীকে বললেন, "আমার দলে যোগ দিন (Join My Party)৷" যা শুনে হাসি চেপে রাখতে পারেননি নমো ৷

মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ ও বৈঠকের অংশবিশেষের ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "সিওপি26-এ নরেন্দ্র মোদির সঙ্গে দারুণ বৈঠক হল ৷ নরেন্দ্র, আমাদের দুই দেশের মধ্য়ে বন্ধনকে সুদৃঢ় করায় ঐতিহাসিক ভূমিকা নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই ৷ আমরা একসঙ্গে মিলে ভারত-ইজ়রায়েল সম্পর্ককে একটা নয়া স্তরে নিয়ে যেতে পারি এবং আমাদের দেশের আরও ভাল ও উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারি ৷"

সিওপি26-এর ফাঁকে প্রথমবার একে-অপরের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারত ও ইজ়রায়েলের প্রধানমন্ত্রী ৷ দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করেন তাঁরা ৷ পারস্পরিক সমঝোতার মাধ্যমে সেই সম্পর্ককে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে সবিস্তার আলোচনা হয় দু'জনের মধ্য়ে ৷ উচ্চ প্রযুক্তি ও সৃজনশীলতায় জোর দিয়েছেন বেনেট ও মোদি ৷

  • Excellent meeting with @NarendraModi at @COP26.

    Narendra, I want to thank you for your historic role in shaping the ties between our countries.

    Together, we can bring India-Israel relations to a whole new level and build a better & brighter future for our nations.
    🇮🇱🤝🇮🇳 pic.twitter.com/sfRk7cNA7d

    — Prime Minister of Israel (@IsraeliPM) November 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: By-polls Result : দেশের একাধিক রাজ্যে লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে শোচনীয় ফল গেরুয়া শিবিরের

এ দিনের বৈঠকের শুরুতেই বেনেট মোদিকে বলেন, "আপনাকে ধন্যবাদ জানাই ৷ আপনিই সেই ব্যক্তি যিনি ভারত ও ইজ়রায়েলের মধ্যে সম্পর্ককে পুনরায় শুরু করেছেন ৷ ভারতীয় সভ্যতা ও জিউইশ সভ্যতা - এই দুটি অনন্য সভ্যতার সম্পর্ক তাতে আরও গভীর হয়েছে ৷ আর আমি জানি এটা আপনার হৃদয় থেকে এসেছে ৷"

তাঁর পূর্বসূরি বেঞ্জামিন নেতানইয়াহু ও মোদির সময়ে যে সম্পর্ক নয়া উচ্চতায় পৌঁছেছিল, তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন গত জুন মাসে প্রধানমন্ত্রীর আসনে বসা নাফতালি বেনেট ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ ব্যাপারে নিজের সম্মতি জানিয়ে টুইটে লিখেছেন, "সত্যিই, আরও দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব ৷"

আরও পড়ুন: Kolkata Murder: থিয়েটার রোডে বৃদ্ধা খুনে গ্রেফতার প্রাক্তন গাড়ি চালক

গত মাসেই ইজ়রায়েল সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে ইজ়রায়েলি প্রধানমন্ত্রীকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ৷

আরও পড়ুন: Dilip Ghosh: তিন কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হলেও সন্ত্রাসের তত্ত্বেই অনড় দিলীপ

Last Updated :Nov 3, 2021, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.