ETV Bharat / bharat

Noam Chomsky on Indian Muslims : 'ভারতে মুসলিম বিদ্বেষ মারাত্মক আকার নিচ্ছে', মন্তব্য নোয়াম চমস্কির

author img

By

Published : Feb 12, 2022, 6:46 PM IST

ভারতে মুসলিমদের শরণার্থীতে পরিণত করা হচ্ছে বলেও অভিযোগ নোয়াম চমস্কির (Noam Chomsky on Indian Muslims) ৷

scholar Noam Chomsky
মোদি সরকারকে কটাক্ষ নোয়াম চমস্কির

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি : 'ভারতে মুসলিম বিদ্বেষ মারাত্মক আকার ধারণ করছে ৷' কর্নাটকের হিজাব বিতর্কের মাঝেই এই মন্তব্য প্রখ্যাত মার্কিন চিন্তাবিদ নোয়াম চমস্কির ৷ সম্প্রতি ভারত-মার্কিন মুসলিম কাউন্সিলের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বর্ষীয়ান এই ভাষাবিদ ৷

সেখানেই এক ডিডিয়ো বার্তায় সরাসরি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা (Noam Chomsky criticises Narendra Modi Government) করে তিনি বলেন, "ভারতে মুসলিম বিদ্বেষ মারাত্মক আকার নিচ্ছে ৷ মোদি সরকার ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে, দেশে হিন্দু জাতীয়তাবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে ৷" এই মুসলিম বিদ্বেষ থেকেই শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ প্যালেস্তাইনের উদাহরণ টেনে বলেছেন, "কাশ্মীরিদের উপর অত্যাচার হচ্ছে, সেনা দখল করে রেখেছে কাশ্মীরকে ৷" ভারতে 25 কোটি মুসলিমকে শরণার্থীতে পরিণত করা হচ্ছে ৷

আরও পড়ুন : অভ্যন্তরীণ বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য স্বাগত নয়, হিজাব নিয়ে বিশ্বকে বার্তা দিল্লির

উল্লেখ্য, কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা নিয়ে তৈরি হওয়া বিতর্ক দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও সাড়া ফেলেছে ৷ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মালালা ইউসুফজাই, পল পোগবার মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা ৷ এই আবহেই এবার ভারতীয় মুসলিমদের অবস্থা নিয়ে সরব হলেন নোয়াম চমস্কি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.