ETV Bharat / bharat

MEA on Hijab row: অভ্যন্তরীণ বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য স্বাগত নয়, হিজাব নিয়ে বিশ্বকে বার্তা দিল্লির

author img

By

Published : Feb 12, 2022, 4:22 PM IST

অভ্যন্তরীণ বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যকে স্বাগত নয় (Hijab row: Motivated remarks on internal issues not welcome) ৷ হিজাব নিয়ে বিভিন্ন দেশকে এই বার্তাই দিল বিদেশ মন্ত্রক (MEA on Hijab row) ৷

Hijab row: Motivated remarks on internal issues not welcome: MEA after US remarks
অভ্যন্তরীণ বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যকে স্বাগত নয়, হিজাব নিয়ে বিশ্বকে বার্তা দিল্লির

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: কর্নাটকের হিজাব বিতর্কের রেশ দেশের সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও ৷ এই নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন মালালা ইউসুফজাই, পল পোগবা ৷ সরব হয়েছে আমেরিকাও ৷ এবার এই বিতর্ক নিয়ে বিভিন্ন দেশের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করল দিল্লি ৷ বিবৃতি জারি করে বিদেশ মন্ত্রকের (MEA tells other nations) তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এটা দেশের অভ্যন্তরীণ বিষয় ৷ এই নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেউ কোনও মন্তব্য করলে তাকে স্বাগত জানানো হবে না (Hijab row: Motivated remarks on internal issues not welcome) ৷

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, "কর্নাটকের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ড্রেস কোডের বিষয়টি মহামান্য কর্নাটক হাইকোর্টের বিচারাধীন ৷ আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো ও গণতান্ত্রিক কণ্ঠের উপর ভিত্তি করে বিষয়টি বিবেচনা করা হচ্ছে ও সমাধান করা হচ্ছে ৷ যাঁরা ভারতকে ভাল করে চেনেন, তাঁরা বাস্তবটা অনুধাবন করতে পারবেন ৷ আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যকে স্বাগত জানানো হবে না ৷"

আরও পড়ুন: Sonam Kapoor gets trolled : হিজাব বিতর্কে মুখ খুলে ট্রোলের শিকার অনিল-কন্যা সোনম, মিলল সমর্থনও

হিজাব বিতর্ক নিয়ে আমেরিকা ও বিদেশিদের অনেকে মন্তব্য করায় এবিষয়ে কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল সংবাদমাধ্যম ৷ তারই জবাবে এই বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রক ৷

বিদেশে ধর্মীয় স্বাধীনতার উপর নজরদারি চালানো ও এই সংক্রান্ত কোনও অভিযোগ খতিয়ে দেখার কাজ করে মার্কিন সরকারি কমিটি ৷ তারা গতকাল হিজাব বিতর্কে মুখ খুলে কর্নাটকের সমালোচনা করেছে ৷ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের অ্যাম্বাসাডর অ্যাট লার্জ রাশাদ হুসেন টুইটে বলেছেন, "স্কুলে হিজাবে নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতাকে লঙ্ঘন করে ৷" আমেরিকার সরকারি প্রতিনিধিদের এই মন্তব্যের পরই দিল্লি স্পষ্ট বুঝিয়ে দিল যে, এবিষয়ে কোনও দেশের মন্তব্যকে গ্রহণ করা হবে না ৷

আরও পড়ুন: Paul Pogba on Hijab Row : হিজাব বিতর্কে মুসলিম মেয়েদের হেনস্থার অভিযোগ পল পোগবার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.