ETV Bharat / bharat

কোরোনার ভ্য়াকসিনে অপরাধ জগতের নজর, সতর্কতা ইন্টারপোলের

author img

By

Published : Dec 3, 2020, 9:17 PM IST

interpol-issues-global-alert-over-organised-crime-networks-targeting-covid-19-vaccines
কোরোনার ভ্য়াকসিনে অপরাধ জগতের নজর, সতর্কতা জারি করল ইন্টারপোল

এই খবর সামনে আসতেই বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে ইন্টারপোল ৷ প্রায় 194 টি দেশে এই সতর্কতা জারি করা হয়েছে ৷ এই হামলা শারীরিক এবং অনলাইন দু’ভাবেই হতে পারে বলে সতর্ক করা হয়েছে ৷ ইন্টারপোলের ওই আধিকারিক আরও বলেন, অপরাধীরা এমন সব লোকজনদের লক্ষ্য় বানিয়েছে, যাঁদের কেউ কখনও সন্দেহ করবে না ৷

লিয়ন (ফ্রান্স), 3 ডিসেম্বর : এবার কোরোনার ভ্য়াকসিনের উপর নজর পড়েছে অপরাধ জগতের ৷ এমনটাই ইন্টারপোলের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ ইন্টারপোলের জ়েনারেল সেক্রেটারি জ়ুরগেন স্টক জানান, সব দেশের সরকার যখন কোরোনার ভ্য়াকসিন দেওয়ার পরিকল্পনা করছে, তখনই অপরাধীরা ভ্য়াকসিনের সরবরাহ বন্ধের চেষ্টা শুরু করেছে ৷

এই খবর সামনে আসতেই বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে ইন্টারপোল ৷ প্রায় 194 টি দেশে সতর্কতা জারি করা হয়েছে ৷ এই হামলরা শারীরিক এবং অনলাইন দু’ভাবেই হতে পারে বলে জানানো হয়েছে ৷ ইন্টারপোলের ওই আধিকারিক আরও বলেন, অপরাধীরা এমন সব লোকজনদের লক্ষ্য় বানিয়েছে যাঁদের কেউ কখনও সন্দেহ করবে না ৷ ভুয়ো ওয়েবসাইটের মাধ্য়মে তাঁদের টার্গেট করা হবে ৷ এতে ওই সব মানুষের ভয়ঙ্কর শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে ৷ এমনকি তাঁদের প্রাণহানির আশঙ্কাও করছে ইন্টারপোল ৷ কোরোনার ভ্য়াকসিন সংক্রান্ত যে কোনও ক্ষেত্রে এই হামলা হতে পারে ৷ আর তার জন্য় সব দেশের সরকারকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷

জনসাধারণের জন্য় একটি বার্তা দেওয়া হয়েছে ইন্টারপোলের তরফে ৷ সেখানে বলা হয়েছে, অনলাইনে ওষুধের খোঁজ করার সময় যেন সাবধানতা অবলম্বন করা হয় ৷ মনে করা হচ্ছে, এই মেডিসিন ওয়েব সাইটের মাধ্য়মেও অপরাধীরা বিশ্ববাসীর উপর হামলা চালাতে পারে ৷ এরই মধ্য়ে ব্রিটেন ফাইজ়ারের কোরোনা ভ্য়াকসিনকে তাদের দেশে অনুমোদন করেছে ৷ ফলে ফাইজ়ারের ভ্য়াকসিনের উপর অপরাধীদের নজর থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.