ETV Bharat / bharat

INS Satpura: অস্ট্রেলিয়ার মহড়ায় শক্তি প্রদর্শন দেশীয় প্রযুক্তির রণতরী আইএনএস সাতপুরার

author img

By

Published : Sep 25, 2022, 6:33 PM IST

অস্ট্রেলিয়ার নৌসেনার মহড়ার নিজের শক্তি প্রদর্শন করল দেশীয় প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস সাতপুরা (INS Satpura)৷ এক্সারসাইজ কাকাদু-2022-তে (Exercise Kakadu 2022) অংশ নিতে গত 12 সেপ্টেম্বরই অস্ট্রেলিয়ার ডারউইনে পৌঁছেছে এই রণতরী (Indian navy)৷

ins-satpura-showcases-her-prowess-during-sea-phase-of-multinational-exercise-kakadu
অস্ট্রেলিয়ার মহড়ায় শক্তি প্রদর্শন দেশীয় প্রযুক্তির রণতরী আইএনএস সাতপুরার

নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর: নিজের শক্তির প্রদর্শন করল দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ আইএনএস সাতপুরা (INS Satpura)৷ রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি আয়োজিত এক্সারসাইজ কাকাদু-2022 (Exercise Kakadu 2022) চলাকালীন যুদ্ধের নানা কলাকৌশল দেখিয়ে তাক লাগিয়ে দেয় ভারতীয় নৌবাহিনীর (Indian navy) এই উচ্চমানের হাতিয়ার ৷

আগেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে, এই মহড়ায় যোগ দিতে 12 সেপ্টেম্বরই অস্ট্রেলিয়ার ডারউইনে পৌঁছে যায় আইএনএস সাতপুরা ও পি-81 মেরিটাইম পেট্রল এয়ারক্রাফ্ট ৷ রবিবার নৌসেনার এক আধিকারিক জানিয়েছেন, "এই জাহাজ বিভিন্ন সাবমেরিন-বিরোধী যুদ্ধের মহড়ায় ও রণতরী-বিরোধী যুদ্ধের মহড়ায় তার শক্তি প্রদর্শন করেছে ৷ গুলি চালানোর মহড়াতেও নিখুঁত লক্ষ্যভেদ করে বিপক্ষকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা প্রদর্শন করেছে এই যুদ্ধজাহাজ ৷" ভারতীয় নৌসেনা জানিয়েছে, "এক্সারসাইজ কাকাদু 2022-এ অংশগ্রহণের লক্ষ্যই হল সমুদ্রে বন্ধু রাষ্ট্রগুলির নৌবাহিনীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতা বাড়িয়ে তোলা ৷"

আরও পড়ুন: "আমি ভাবতে পারিনি এরকম হবে", দেশজুড়ে অগ্নিপথ-বিক্ষোভ প্রসঙ্গে নৌসেনা প্রধান

দেশীয় ডিজাইন ও প্রযুক্তিতে তৈরি হওয়া আইএনএস সাতপুরা নৌবাহিনীর ইস্টার্ন ফ্লিটের ফ্রন্টলাইন ইউনিট ৷ এটি রাখা থাকে বিশাখাপত্তনমে ৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, "দু সপ্তাহ ধরে বন্দরে ও সমুদ্রে চলবে এই মহড়া ৷ 14টি নৌসেনার রণতরী ও মেরিটাইম এয়ারক্রাফ্ট এই মহড়ায় অংশ নেবে ৷ বন্দরে মহড়া চলাকালীন জাহাজের ক্রুরা অংশগ্রহণকারী অন্যান্য নৌসেনার ক্রুদের সঙ্গে খেলাধূলা ও পরিকল্পনার জন্য আলোচনায় ব্যস্ত থাকবেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.