ETV Bharat / bharat

Indonesia Palm Oil Export : ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানিতে নিষেধাজ্ঞা, চরম সমস্যায় ভারত

author img

By

Published : May 1, 2022, 1:01 PM IST

India Largest Palm Oil Importer Country
ভারতের প্রায় অর্ধেক পাম অয়েল আসে ইন্দোনেশিয়া থেকে

বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল গ্রাহক দেশ ভারত ৷ এর প্রায় 50 শতাংশই আসে ইন্দোনেশিয়া থেকে ৷ 28 এপ্রিল থেকে ইন্দোনেশিয়া পাম অয়েল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ কী হবে ভারতের (Indonesia Palm Oil Export) ?

নয়াদিল্লি, 1 মে : অপরিশোধিত পাম অয়েল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ইন্দোনেশিয়া সরকার, যা 28 এপ্রিল থেকে কার্যকর হয়েছে ৷ এর ফলে দুনিয়াজুড়ে ভোজ্য তেলের সরবরাহ এবং দামে প্রভাব পড়বে ৷ বিশেষত ভারত ক্ষতিগ্রস্ত হবে (Indonesia's palm oil export ban to hit India) ৷

ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্তের ফলে অন্য তেলের চাহিদা এবং দুনিয়াজুড়ে ভোজ্য তেলের দাম বাড়ার সম্ভাবনা প্রবল ৷ ইতিমধ্যে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে সেখান থেকে সানফ্লাওয়ার অয়েলের সরবরাহ ব্যাহত হয়েছে ৷ এর মধ্যে ইন্দোনেশিয়ার এমন সিদ্ধান্তে ভারতবাসী পাম অয়েলে কী ভাবে পাবে, তা নিয়ে সমস্যা তৈরি হয়েছে ৷ কারণ ভারতের প্রায় 50 শতাংশ পাম অয়েল আসে ইন্দোনেশিয়া থেকে ৷ যদিও ইন্ডিয়া রেটিংস গবেষণায় জানিয়েছে, এই নিষেধাজ্ঞা খুব বেশিদিন ধরে চলবে না ৷ ইন্দোনেশিয়ায় পাম অয়েলের চাহিদা 40 শতাংশেরও কম ৷ তাই এটা ক্ষণস্থায়ী হওয়ার আভাস দিয়েছে সংস্থাটি ৷

22 এপ্রিল ইন্দোনেশিয়া পাম অয়েল রফতানিতে নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে ৷ দেশের মধ্যে তেলের প্রাপ্যতা বৃদ্ধি এবং বাড়তে থাকা দামকে নিয়ন্ত্রণ করতে তাদের এই পদক্ষেপ ৷ কয়েকদিন পর স্থানীয় বেশ কিছু সংবাদপত্রে প্রকাশিত হয়, এই নিষেধাজ্ঞা অপরিশোধিত পাম অয়েলে (crude palm oil) নয় ৷ কিন্তু কার্যকর হওয়ার আগের দিন ইন্দোনেশিয়ার সরকার অপরিশোধিত পাম অয়েলের কথাও জানায় ৷

আরও পড়ুন : Akhilesh Yadav slams BJP : ভোট মিটতেই মূল্যবৃদ্ধির উপহার বিজেপির, কটাক্ষ অখিলেশের

ভারত দুনিয়ার সবচেয়ে বেশি পাম অয়েল আমদানিকারক (largest importer) দেশ এবং দ্বিতীয়-বৃহত্তম পাম অয়েল গ্রাহক দেশ (second largest consumer of palm oil) ৷ ভোজ্য তেলের প্রায় 30 শতাংশই পাম অয়েল ৷ দেশে বার্ষিক 2 কোটি 20 লক্ষ টন পাম অয়েলের চাহিদার মধ্যে 90 শতাংশেরও বেশি ভোজ্য তেল আমদানি করে ভারত ৷ এর অনেকটাই অপরিশোধিত পাম তেল ৷ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া ভারতে সবচেয়ে বেশি পরিমাণে পাম অয়েল পাঠায় ৷ থাইল্যান্ড থেকেও কিছুটা অপরিশোধিত পাম অয়েল আসে ৷

এখন দেশে এমনিতেই ভোজ্য তেলের দাম রেকর্ড গড়েছে ৷ তার মধ্যে ইন্দোনেশিয়ার এই নিষেধাজ্ঞা ভারতকে আরও বড় ধাক্কা দিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.