ETV Bharat / bharat

Akhilesh Yadav slams BJP : ভোট মিটতেই মূল্যবৃদ্ধির উপহার বিজেপির, কটাক্ষ অখিলেশের

author img

By

Published : Mar 22, 2022, 2:01 PM IST

akhilesh slams BJP over LPG price hike
ভোট মিটতেই মূল্যবৃদ্ধির উপহার বিজেপির, কটাক্ষ অখিলেশের

সোমবার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা বেড়েছে (Domestic Cooking Gas Prices Increased by Rs 50 per Cylinder) ৷ পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে 80 পয়সা (Petrol and diesel prices hiked by 80 Paise a Litre) ৷ যা নিয়ে বিজেপির সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ৷

লখনউ, 22 মার্চ : পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পর সাধারণ মানুষকে মূল্যবৃদ্ধির উপহার দিল বিজেপি ৷ মঙ্গলবার এই অভিযোগ করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ৷ সোমবার রান্নার গ্যাস ও পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে তিনি বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন (Akhilesh Yadav slams BJP over LPG and Petrol-Diesel price hike) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সোমবার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 50 টাকা বেড়েছে (Domestic Cooking Gas Prices Increased by Rs 50 per Cylinder) ৷ পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে 80 পয়সা (Petrol and diesel prices hiked by 80 Paise a Litre) ৷ রান্নার গ্যাসের দাম গত বছর অক্টোবরে শেষবার বেড়েছিল ৷ আর পেট্রল-ডিজেলের দাম গত 4 নভেম্বরের পর থেকে আর বাড়েনি ৷ বিরোধীরা বারবার অভিযোগ করেছে যে ভোট মিটলেই ফের বাড়বে রান্নার গ্যাস ও পেট্রল-ডিজেলের দাম ৷

সোমবার কার্যত সেটাই সত্যিই হল ৷ তবে ভোটের ফল প্রকাশিত হয়েছে গত 10 মার্চ ৷ তার প্রায় 12 দিন পর দাম বাড়ল রান্নার গ্যাস ও পেট্রল-ডিজেলের ৷ কিন্তু অখিলেশের বোঝাতে চেয়েছেন যে ভোটের আগে তাদের করা অভিযোগই সত্যি হয়েছে ৷ এদিন হিন্দিতে একটি টুইট করেন অখিলেশ ৷ সেখানেই অভিযোগ তোলেন ৷

টুইটারে অখিলেশ লিখেছেন, ‘‘বিজেপি সরকার জনসাধারণের জন্য আরও একটা মূল্যবৃদ্ধির উপহার দিল ৷ লখনউতে রান্নার গ্যাসের দাম 1 হাজার টাকার কাছাকাছি পৌঁছে গেল ৷ পাটনায় তা ছাড়িয়ে গিয়েছে 1 হাজার টাকা ৷ ভোট শেষ, মূল্যবৃদ্ধি শুরু (Akhilesh Yadav says gift of inflation over fuel hike) ৷’’

আরও পড়ুন : Fuel Price Hike : এক লাফে 50 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, মহার্ঘ্য পেট্রল-ডিজেলও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.