ETV Bharat / bharat

G20 Summit in Delhi: কোনার্ক মন্দির থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়, জি20-তে লাইমলাইটে দেশের স্থাপত্য ঐতিহ্য

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 1:56 PM IST

India's architectural heritage at G20 Summit: শনিবার এবং আজ দিল্লিতে জি20 সম্মেলনের সময় ভারত তার মহান সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বনেতাদের কাছে প্রদর্শন করেছে । কোনার্ক মন্দির থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়, ভারতের ঐতিহাসিক স্থানগুলি অনুষ্ঠানস্থলে ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ৷

G20 Summit in Delhi
জি20

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: ওড়িশার ত্রয়োদশ শতকের কোনার্ক মন্দির থেকে বিহারের প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় - ভারতের সমৃদ্ধ স্থাপত্য ঐতিহ্যের উপর আলোকপাত করেছে জি20 শীর্ষ সম্মেলনের স্থান । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাতে ভারত মণ্ডপমে বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য বিশ্বনেতা ও তাঁদের স্ত্রীদের আনুষ্ঠানিক নৈশভোজে অতিথিদের স্বাগত জানান ৷ সেখানে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির অন্যতম বিহারের প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিরূপ তৈরি করা হয়েছে ৷

নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম । অতিথিদের অভ্যর্থনা জানানোর সময়, প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক-সহ জি20 নেতাদের কয়েকজনকে ব্যাখ্যা করতেও দেখা গিয়েছে । নালন্দা হল ভারতের উন্নত শিক্ষামূলক সাধনার স্থায়ী চেতনার এবং ভারতের জি20 প্রেসিডেন্সি থিম, বাসুধৈব কুটুম্বকম-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশ্ব সম্প্রদায় গড়ে তোলার প্রতিশ্রুতির জীবন্ত প্রমাণ । নালন্দা ছিল সন্ধ্যার অভ্যর্থনার পটভূমি, আর সকালে আলোকপাত করা হয় ভারতের ঐতিহ্যবাহী কোনার্কের চাকার উপর ৷ ওড়িশার কোনার্কের সূর্য মন্দিরের একটি সুন্দর প্রতিচ্ছবির পটভূমিতে প্রধানমন্ত্রী শীর্ষ সম্মেলন শুরুর আগে ভারত মণ্ডপমে জি20 নেতাদের অভ্যর্থনা জানান ।

ত্রয়োদশ শতকে নির্মিত কোনার্কের সূর্য মন্দিরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান । এটি প্রথম রাজা নরসিংহদেবের রাজত্বে নির্মিত হয়েছিল । 24টি স্পোক-সহ কোনার্কের চাকাটি ভারতের জাতীয় পতাকায়ও অভিযোজিত হয়েছে এবং এটি ভারতের প্রাচীন জ্ঞান, উন্নত সভ্যতা এবং স্থাপত্যের শ্রেষ্ঠত্বকে মূর্ত করে ।

আরও পড়ুন: দিল্লির ডিক্লেয়ারেশনে ঐতিহাসিক ঐকমত্য পেতে জি20 দেশগুলিকে জোটবদ্ধ করেছেন অমিতাভ কান্ত

বঙ্গোপসাগরের তীরে, উদীয়মান সূর্যের রশ্মিতে স্নাত কোনার্কের মন্দিরটি সূর্য দেবতার রথের একটি স্মারক উপস্থাপনা ৷ ইউনেস্কোর ওয়েবসাইট অনুসারে এর 24টি চাকা প্রতীকী নকশায় সজ্জিত এবং এটির নেতৃত্বে ছয়টি ঘোড়া রয়েছে । কোনার্ক চাকার ঘূর্ণায়মান গতি, সময়ের প্রতীক ও 'কালচক্র'-এর পাশাপাশি অগ্রগতি ও ক্রমাগত পরিবর্তনের সূচক । এটি গণতন্ত্রের চাকার একটি শক্তিশালী প্রতীক হিসাবে কাজ করে যা গণতান্ত্রিক আদর্শের স্থিতিস্থাপকতা এবং সমাজে অগ্রগতির প্রতিশ্রুতি প্রতিফলিত করে বলে জানিয়েছেন কর্মকর্তারা ৷

মাইগভইন্ডিয়া শনিবার টুইটারে বিশ্ব নেতাদের প্রধানমন্ত্রী মোদির দেওয়া স্বাগত শুভেচ্ছার একটি ভিডিয়ো পোস্ট করেছে । যার ক্যাপশনে লেখা হয়েছে, 'জি20-এর আইকনিক গ্রিটিং - মধ্য মঞ্চ নিয়েছে কোনার্ক'৷ ভারত মণ্ডপমে নানা শিল্পকর্মের নিদর্শন রয়েছে, যার মধ্যে 'সূর্য দ্বার' নামে একটি ভাস্কর্য ইনস্টলেশন রয়েছে যা সূর্য দেবতার পৌরাণিক ঘোড়াগুলিকেও চিত্রিত করে ।

সংস্কৃতি মন্ত্রক ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি অন্যান্য জি20 সদস্য দেশ এবং আমন্ত্রিত দেশগুলিকে একটি 'সংস্কৃতি করিডোর'-এর মাধ্যমে উদযাপন করেছে ৷ বিশেষ করে বড় অনুষ্ঠানের জন্য তৈরি এই কিউরেটেড অস্থায়ী 'আর্ট করিডোর'-এ আইকনিক আর্ট অবজেক্টগুলি ফিজিক্যাল এবং ডিজিটাল আকারে প্রদর্শিত হয়েছে ।

আরও পড়ুন: 200 ঘণ্টার আলোচনা ও 300 দ্বিপাক্ষিক বৈঠকের ফসল জি20-তে ঐকমত্য, কারিগর টিম কান্ত

পাণিনির ব্যাকরণ গ্রন্থ 'অষ্টাধ্যায়ী', ঋকবেদের শিলালিপি এবং প্রায় 30,000 বছর আগের মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহাচিত্রের ডিজিটাল চিত্র, এই প্রকল্পের অংশ হিসাবে প্রদর্শিত হয়েছে ।

হিন্দিতে অন্য একটি পোস্টে, মন্ত্রক নটরাজের 27 ফুট উচ্চ মূর্তি-সহ কমপ্লেক্সের বিভিন্ন শিল্প উপাদান শেয়ার করেছে এবং বলেছে, "এই মহামণ্ডপম আমাদের মহান সাংস্কৃতিক এবং ঐতিহাসিক উত্তরাধিকারকে প্রতিফলিত করে"। আইকনিক মূর্তিটি ধাতু ঢালাইয়ের প্রাচীন হারানো মোমের কৌশল ব্যবহার করে তৈরি করা হয়েছিল, যা বিখ্যাত চোল ব্রোঞ্জ তৈরিতে ব্যবহৃত হয়েছিল । (সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.