ETV Bharat / bharat

আরব সাগরে 3 হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করল ভারতীয় নৌসেনা

author img

By

Published : Apr 19, 2021, 6:28 PM IST

Updated : Apr 19, 2021, 6:43 PM IST

3 হাজার কোটি টাকার মাদক সহ একটি মাছ ধরার ট্রলারকে আটক করল নৌসেনা ৷ আরব সাগরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই ট্রলারটি ৷ আইএনএস সুবর্ণের সাহায্যে ওই বিপুল পরিমাণ মাদক সহ ট্রলারটিকে আটক করা হয়েছে ৷

indian-navy-seizes-narcotics-worth-rs-3000-cr-from-fishing-vessel-in-arabian-sea
আরব সাগরে 3 হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করল ভারতীয় নৌসেনা

কোচি (কেরল), 19 এপ্রিল : আরব সাগর থেকে 3 হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করল ভারতীয় নৌসেনা ৷ আজ আরব সাগরে একটি মাছ ধরার ট্রলারে ওই বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছিল ৷ কিন্তু, ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ আইএনএস সুবর্ণের সাহায্যে ওই মাদক বোঝাই ট্রলারটিকে আটক করে নৌবাহিনী ৷ মাদক সহ ট্রলারটিকে কোচিতে নিয়ে আসে আইএনএস সুবর্ণ ৷

এ নিয়ে নৌসেনার দক্ষিণ কমান্ডের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, আরব সাগরে নজরদারি চালানোর সময় ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুবর্ণ একটি মাছ ধরার ট্রলারকে সন্দেহজনকভাবে মাঝ সমুদ্রে ঘোরাফেরা করার সময় পাকড়াও করে ৷ এর পর নৌবাহিনীর কয়েকজন সদস্য ট্রলারে গিয়ে তল্লাশি চালায় ৷ সেই তল্লাশিতে ট্রলার থেকে 300 কিলোগ্রামের বেশি মাদক উদ্ধার করে বাহিনী ৷

আরও পড়ুন : মায়ানমার থেকে ভারতে আসা মাদকের পর্দাফাঁস করল কর্নাটক পুলিশ, গ্রেফতার 3

পরবর্তী তদন্তের জন্য নৌসেনা ওই ট্রলারটি ও তার মধ্যে থাকা লোকজনদের কেরলের কোচি বন্দরে নিয়ে আসে ৷ ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাজেয়াপ্ত হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারে দর প্রায় 3 হাজার কোটি টাকা ৷ এই মাদক বাজেয়াপ্ত অনেক বড় সাফল্য ৷ শুধুমাত্র দাম বা পরিমাণের দিক থেকে নয় ৷ আন্তর্জাতিক মাদকপাচারের একটা বড় কনসাইনমেন্ট বানচাল করা গিয়েছে ৷

Last Updated : Apr 19, 2021, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.