ETV Bharat / bharat

Arms Recovered: দিল্লির বিমানবন্দরে বহু আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভিয়েতনাম ফেরত ভারতীয় দম্পতি

author img

By

Published : Jul 13, 2022, 8:06 PM IST

Indian couple from Vietnam arrested with 45 guns at Delhi Airport
Arms Recovered: দিল্লির বিমানবন্দরে বহু আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভিয়েতনাম ফেরত ভারতীয় দম্পতি

উদ্ধার হয়েছে 45টি বন্দুক ও 22 লক্ষ টাকা ৷ গ্রেফতার করা হয়েছে ওই দম্পতিকে ৷ তদন্ত চলছে (Indian couple from Vietnam arrested with 45 guns at Delhi Airport) ৷

নয়াদিল্লি, 13 জুলাই : 45টি বন্দুক উদ্ধার হল দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport) থেকে ৷ একই সঙ্গে উদ্ধার হয়েছে 22 লক্ষ টাকাও ৷ শুল্ক দফতরের আধিকারিকরা ভিয়েতনাম থেকে আসা এক ভারতীয় দম্পতির কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র ও টাকা উদ্ধার করেছে (Indian couple from Vietnam arrested with 45 guns at Delhi Airport) ৷

ওই বিমানবন্দরে কর্মরত শুল্ক দফতরের (Customs Department) এক আধিকারিক জানিয়েছেন, ওই দম্পতি স্বীকার করেছে যে এর আগে তারা 25টি বন্দুক পাচার করেছিল (Arms Smuggling) ৷ যার মূল্য ছিল প্রায় 12 লক্ষ টাকা ৷

Indian couple from Vietnam arrested with 45 guns at Delhi Airport
দিল্লির বিমানবন্দরে বহু আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভিয়েতনাম ফেরত ভারতীয় দম্পতি

তিনি আরও জানান, এদিন যে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে, তা আসল না নকল, সেটা জানতে ব্যালিস্টিক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে ৷ কিন্তু প্রাথমিক তদন্তের পর ন্য়াশনাল সিকিউরিটি গার্ড (National Security Guard) বা এনএসজির (NSG) তরফে বন্দুকগুলিকে আসল বলেই জানানো হয়েছে ৷

বিমানবন্দর থেকে পাচারকারী ধরা পড়ার ঘটনা নতুন নয় ৷ কিন্তু এত পরিমাণ আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ার ঘটনায় হইচই পড়েছে প্রশাসনের বিভিন্ন মহলে ৷ ফলে ওই দম্পতি ঠিক কী কারণে ভিয়েতনাম থেকে ওই আগ্নেয়াস্ত্র পাচার করে আনছিল ? এখানে কাকে ওই আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ার কথা ছিল ? আপাতত এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে তদন্তকারীরা ৷

এই সব তথ্য জানতেই ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে তাঁদের পরিচয় জানানো হয়নি ৷

আরও পড়ুন : Srinagar Terrorist Attack: শ্রীনগরে জঙ্গি হামলা, নিহত এক পুলিশকর্মী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.