ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনার গাড়িতে হামলায় শহিদ 5 জওয়ান ! জঙ্গিদের খোঁজে সার্চ অপরাশেন নিরাপত্তা বাহিনীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 10:10 AM IST

Updated : Dec 22, 2023, 11:41 AM IST

Encounter in Poonch: জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সেনার দু'টি গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা ৷ এরপর এনকাউন্টার শুরু করেছে ভারতীয় সেনা-সহ যৌথ নিরাপত্তাবাহিনী ৷

ETV Bharat
পুঞ্চে সেনা ও জঙ্গিদের মধ্যে এনকাউন্টার যুদ্ধ

পুঞ্চ, 22 ডিসেম্বর: নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে এনকাউন্টার চলছে ৷ এর আগে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সেনার গাড়িতে জঙ্গি হামলার ঘটনা ঘটে ৷ এই ঘটনায় কমপক্ষে 5 সেনা জওয়ানের মৃত্যু হয়েছে ৷ শুক্রবার সকালেও সেই এনকাউন্টার চলছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে ৷ সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, জঙ্গিরা দু'টি সেনা গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ৷ ওই দু'টি গাড়ি তখন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল ৷ জঙ্গিদের কাছে প্রচুর অস্ত্র ছিল বলে খবর ৷

  • 16 Corps, Indian Army says a total of four Army personnel lost their lives in the terrorist attack on Army vehicles in the Surankote area of Poonch yesterday pic.twitter.com/8mUWYDF57d

    — ANI (@ANI) December 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার রাতেই এলাকা ঘিরে ফেলা হয় ৷ এরপর জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয় ৷ বৃহস্পতিবার বিকেল 3.45 মিনিট নাগাদ ধাতিয়ার মোড়ে বাঁকে ঢেরা কি গলি এবং বুলফিয়াজের মধ্যের জায়গায় সেনার দু'টি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 5 জন জওয়ানের মৃত্যু হয়েছে ৷ এরপরই সেই জঙ্গিদের তল্লাশিতে এনকাউন্টার শুরু করল ভারতীয় বায়ু সেনা-সহ যৌথ নিরাপত্তাবাহিনীর দল ৷ মনে করা হচ্ছে, হামলা চালায় 3-4 জঙ্গি ৷ তারা পাহাড়ের উপরে লুকিয়ে ছিল ৷ গুলি চালানোর জন্য তারা এমন জায়গা বেছে নিয়েছিল যা বাইরে থেকে দেখা যায় না ৷

জম্মুতে সেনার জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কলোনেল সুনীল বার্তাওয়াল বলেন, "বুধবার রাতেই গোয়েন্দা সূত্রে খবর পেয়েছিলাম পুঞ্চের ঢেরা কি গলির থানামান্ডি-সুরানকোট এলাকায় জঙ্গিরা রয়েছে ৷ তারপর বুধবার রাতেই তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা বাহিনী ৷ এরপর অতিরিক্ত বাহিনী ওই জায়গায় যাচ্ছিল ৷ তখন জঙ্গিরা সেনাদের গাড়ি- একটি ট্রাক ও একটি জিপসিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ৷ তবে সেনাবাহিনীও সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে ৷"

আরও পড়ুন:

  1. পুঞ্চে সেনার গাড়িতে পুলওয়ামার মতো জঙ্গি হামলা, শহিদ 4 জওয়ান
  2. বিরোধীশূন্য রাজ্যসভায় পাশ হল জম্মু ও কাশ্মীর সংক্রান্ত জোড়া বিল
  3. জম্মু-কাশ্মীর সংশোধনী বিল বঞ্চিতদের ন্যায়বিচার দেবে, লোকসভায় জোরাল সওয়াল অমিত শাহের
Last Updated : Dec 22, 2023, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.