ETV Bharat / bharat

Corona Update in India : সামান্য কমল দৈনিক সংক্রমণ, বাড়ছে ওমিক্রন

author img

By

Published : Dec 17, 2021, 9:47 AM IST

Updated : Dec 17, 2021, 10:17 AM IST

Corona Update in India
করোনার দৈনিক সংক্রমণ

গত 24 ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ 7 হাজারের ঘরেই রয়েছে ৷ কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে ওমিক্রন সংক্রমণ ৷ (India reports 7,447 new COVID19 cases in the last 24 hours)

নয়াদিল্লি, 17 ডিসেম্বর : স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে 7 হাজার 447 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন (India reports 7,447 new COVID19 cases in the last 24 hours) ৷ তাই সামান্য কমেছে দৈনিক সংক্রমণ ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 7 হাজার 974 ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 47 লক্ষ 26 হাজার 049 জন করোনা সংক্রামিত হলেন ৷

বুলেটিন প্রকাশের সময় পর্যন্ত গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 391 জন ৷ তার আগের দিন 343 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছিল ৷ দেশে এখনও অবধি 4 লক্ষ 76 হাজার 869 জন করোনা সংক্রামিত রোগী প্রাণ হারিয়েছেন ৷

আরও পড়ুন : Bharat Biotech donates Covaxin to Vietnam: ভিয়েতনামকে কোভ্যাকসিনের 2 লক্ষ ডোজ দান ভারত বায়োটেকের

বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 7 হাজার 886 জন ৷ তার আগের দিন 7 হাজার 948 জন সুস্থ হয়েছিলেন ৷ দেশে মোট 3 কোটি 41 লক্ষ 62 হাজার 765 জন রোগী করোনা সেরে উঠেছেন ৷

এখন প্রতিদিন বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা (Omicron Update in India) ৷ কর্নাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, দিল্লি থেকে রোজই নতুন ওমিক্রন আক্রান্তের খবর মিলছে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দেশে ওমিক্রন সংক্রমণের সংখ্যা 80 ছাড়িয়েছে ৷

Last Updated :Dec 17, 2021, 10:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.